এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 388
3871. প্রাচীনকালে ছোট ছোট অঞ্চলগুলোর শাসনব্যব্যস্থা কেমন ছিল?
- স্বাধীন
- পরাধীন
- যুক্তরাষ্টীয়
- প্রাদেশিক
3872. পুণ্ড্রদের রাজ্যের রাজধানী পুণ্ড্রনগর পরবর্তীতে কী নামে পরিচিত হয়?
- পুরানগর
- মালদহ
- কাশিমপুর
- মহাস্থানগড়
3873. বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কী ছিল?
- বঙ্গ
- পুণ্ড্র
- সমতট
- হরিকেল
3874. শিলা শীতকালিন ছুটিতে মা-বাবার সাথে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শন যায়। সেখানে গিয়ে সে প্রাচীন নিদর্শনের সাথে পরিচিতি লাভ করে। এর মধ্যে বিশেষ করে পাথরের চাকতিতে খোদাই করা লিপি। সে জানতে পারে এটি বাংলাদেশে পাওয়া প্রাচীন শিলালিপি এবং সম্রাট অশোকের সময় এ লিপি উৎকীর্ণ করা হয়েছিল।শিলার পরিচিতি হওয়া নিদর্শনগুলো প্রাচীন কোন জনপদরে ঈঙ্গিত বহন করে?
- গৌড়
- পুণ্ড্র
- সমতট
- বরেন্দ্র
3875. উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ, কারণ এটি-
- সভ্যতার প্রাচীনতম নিদর্শন
- সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত
- খ্যাতিপূর্ণ নৌবাণিজ্যিক কেন্দ্র
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 388"