এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 384
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 3831. সীমান্ত গঙ্গা নদীর পাড়ে একটি গ্রামে বাস করে। প্রাচীনকালে সীমান্তদের গ্রামটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
- বঙ্গ জনপদ
- গৌড় জনপদ
- হরিকলে জনপদ
- চন্দ্রদ্বীপ জনপদ
3832. প্রাচীন যুগে বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
- সমতট
- বঙ্গ
- জনপদ
- হরিকেল
3833. পুণ্ড্রনগরের পরবর্তীকালে কী নাম হয়?
- বগুড়া
- দিনাজপুর
- রাজশাহী
- মহাস্থানগড়
3834. সমুদ্র উপকূল হতে গৌড়দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না-এ কথাটি কীসের মাধ্যমে প্রমাণিত হয়েছে?
- কৌটিল্যের অর্থশাস্ত্রের
- হর্ষবর্ধনের শিলালিপির
- বরাহ মিহিরের বিবরণের
- ভবিষ্য পূরাণের
3835. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
- কর্ণসুবর্ণ
- বিক্রমপুর
- চন্দ্রনগর
- মুর্শিদাবাদ
3836. কত শতকের লোকেরা হরিকেল নামে এক জনপদের বর্ণনা করেছেন?
- পাঁচ শতকের
- ছয় শতকের
- সাত শতকের
- আট শতকের
3837. যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান?
- গঙ্গা
- পদ্মা
- করতোয়া
A,C
3838. কার গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায়?
- পাণিনি
- নীহার রঞ্জন রায়
- রমেশচন্দ্র মজুমদার
- প্রদ্যুত কুমার ভৌমিকের
3839. সর্বশেষ গৌড় বলতে কাকে বোঝাত?
- পূর্ব বাংলাকে
- পশ্চিম বাংলাকে
- মধ্যে বাংলাকে
- সমগ্র বাংলাকে
3840. সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে-
- পাণিনির
- কৌটিল্যের
- শশাংকের
- ব্যাৎসায়ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 384"