এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 383
3821. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
- বাঙালি
- সাওতালি
- পুণ্ড্র
- মারমা
3822. কোন শতকের লেখকেরা হরিকেল নামে অন্য এক জনপদের বর্ণনা করেছেন?
- তৃতীয় শতকের
- চতুর্থ শতকের
- ষষ্ঠ শতকের
- সপ্তম শতকের
3823. কত শতক পর্যন্ত হরিকেল একটি স্বতন্ত্র রাজ্য ছিল?
- সাত
- আট
- নয়
- এগারো
3824. আমিনের মামার বাড়ি রাজশাহীতে। মামার বাড়ি বেড়াতে গেলে তার মামা তাকে নিয়ে বরেন্দ্র যাদুঘর দেখতে যান। সেখানে আমিন প্রাচীনকালের অনেক নির্দশন দেখতে পায়। এর মধ্যে শিলালিপি গুলো দেখে সে মুগ্ধ হয়। মামা আমিনকে বোঝায় এ লিপি উৎকীর্ণ করা হয়েছে সম্রাট অশোকের সময়।আমিনের পরিচিত হওয়া নিদর্শন গুলো প্রাচীন কোন জনপদের ইঙ্গিত বহন করে?
- গৌড়
- পুণ্ড্র
- সমতট
- বরেন্দ্র
3825. উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ, কারণ এটি-
- সভ্যতার প্রাচীন নিদর্শন
- সমৃদ্ধনগরী হিসেব পরিচিত
- গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যিক কেন্দ্র
A,B
3826. কত শতক থেকে বাংলার জনপদগুলোর নাম জানা যায়?
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
3827. অনুমান করা হয় বঙ্গ একটি-
- গোত্রের নাম
- উপজাতির নাম
- জাতির নাম
- অঞ্চলের নাম
3828. প্রাচীন বাংলার জনপদ হতে যে বিষয়ে ধারণা লাভ করা যায়-
- সীমারেখা
- ভৌগোলিক অবয়ব
- রাজনীতি
A,B,C
3829. গৌড়ের নাগরিকদের হতে বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
- কৌটিল্যর
- ব্যাৎসায়নের
- পাণিনির
- হর্ষবর্ধনের
3830. যে নদীর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদের অবস্থান-
- গঙ্গা
- পদ্মা
- করতোয়া
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 383"