এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 381
3801. বঙ্গ জনপদটি “বঙ্গ” নামে পরিচিত হয় কেন?
- বঙ্গ জনপদে পুণ্ড্র নামে এক জাতি বাস করার জন্য
- পুণ্ড্র জনপদে বঙ্গ নামে এক জাতি বাস করার জন্য
- বঙ্গ জনপদে বঙ্গ নামে এক জাতি বাস করার জন্য
- বরেন্দ্র জনপদে পুণ্ড্র নামে এক জাতি বাস করার জন্য
3802. বড় কামতা নামক স্থানটি কত শতকে সমতটের রাজধানী ছিল?
- সপ্তম
- অষ্টম
- নবম
- দশম
3803. হুগলি ও রুপনারায়ণ নদের জঙ্গমস্থল হতে কত মাইল দুরে তাম্রলিপ্তের অবস্থান ছিল?
- ১০ মাইল
- ১১ মাইল
- ১২ মাইল
- ১৩ মাইল
3804. শশাঙ্ক কীভাবে মুর্শিদাবাদ থেকে উৎকল পর্যন্ত সমগ্র এলাকাকে সংঘবদ্ধ করেন?
- গৌড়ের রাজ্য হয়ে
- শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে
- পুণ্ড্রবর্ধসে রুপান্তরিত হওয়ার মধ্য দিয়ে
3805. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
- ধর্মপাল
- দেবপাল
- ত্রৈলোক্যচন্দ্র
- দেবেন্দ্র
3806. বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটিকে গৌড় বলা হতো?
- দিনাজপুরকে
- দক্ষিণাত্যকে
- পুণ্ড্রবর্ধনকে
- লক্ষণাবতীকে
3807. কার রাজত্বকালে প্রাচীন পুণ্ড্ররাজ্য স্বাধীন সত্তা হারায়?
- শশাংকের
- অশোকের
- রাজনারায়ণের
- বিষ্ণুদেবের
3808. বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে কী নামে একটি জনপদ গড়ে উঠেছিল?
- গৌড়
- বঙ্গ
- হরিকেল
- বরেন্দ্র
3809. বাংলার জনপদগুলোর ভাগ ছিল মূলত-
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- ভৌগোলিক
B,C
3810. সমতট অঞ্চলটি কেমন ছিল?
- উঁচু ভূমি
- নিম্নভূমি
- আর্দ্র উঁচু ভূমি
- আদ্র নিম্নভূমি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 381"