এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 379
3781. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
- গৌড়ের
- বঙ্গের
- পুণ্ড্রের
- হরিকেলের
3782. প্রাচীন বাংলার শাসকগণ কীভাবে একাধিক জনপদের শাসন ক্ষমতা গ্রহণ করতেন?
- আধিপত্য বিস্তারের মাধ্যমে
- যুদ্ধে পরাজিত করে
- যোগ্যতাবলে
- প্রশাসন দেখিয়ে
3783. পুণ্ড্র জনপদের রাজধানীর নাম কী ছিল?
- কর্ণসুবর্ণ
- মুর্শিদাবাদ
- পুণ্ড্রনগর
- ইদিলপুর
3784. ‘বড় কামতা’ স্থানটি কোন জনপদের রাজধানী ছিল-
- হরিকেল
- সমতট
- তাম্রলিপ্ত
- চন্দ্রদ্বীপ
3785. কত শতক হতে বাংলার জনপদগুলোর নাম জানা যায়?
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
3786. শশাংকের রাজধানীর নাম কী ছিল?
- কর্ণসুবর্ণ
- বঙ্গ
- পুণ্ড্রের
- হরিকেল
3787. বরেন্দ্রকে জনপদ বলা যায় না কেন?
- সমতটের কেন্দ্রস্থল ছিল বলে
- পুণ্ড্রবর্ধনের কেন্দ্রস্থল ছিল বলে
- হরিকেলের কেন্দ্রস্থল বলে
- তাম্রলিপ্তের কেন্দ্রস্থল ছিল বলে
3788. সাত শতকের লেখকেরা কী নামের জনপদের বর্ণনা করেছেন?
- গৌড়
- বঙ্গ
- পুণ্ড্র
- হরিকেল
3789. সুমন সিলেটে জন্মগ্রহন করলেও তার বাবার চাকরির সূত্রে বসবাস করছে। সে এ অঞ্চলের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে।সুমনের জন্মস্থান কোন প্রাচীন জনপদটিকে নির্দেশ করে?
- বঙ্গ
- হরিকেল
- পুণ্ড্র
- সমতট
3790. সপ্তম ও অষ্টম শতক হতে দশ ও এগার শতকে সুমনের জন্মভূমিতে কোন রূপটি পরিলক্ষিত হয়?
- স্বতন্ত্র রাজ্য
- নির্ভরশীল অঞ্চল
- দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা
- ঘন ঘন দুর্যোগ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 379"