এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 378
3771. প্রাচীনকালে তাম্রলিপ্ত কিসের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল?
- ব্যবসায় বাণিজ্যকেন্দ্র
- নৌবাণিজ্যর কেন্দ্র
- কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
- কাপড়ের বাণিজ্যকেন্দ্র
3772. সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান কোন জেলা ছিল সমতটের অন্যতম অংশ?
- কুমিল্লা
- নোয়াখালী
- বরিশাল
- ত্রিপুরা
3773. বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে নিচের কোন জনপদটি ছিল?
- পুণ্ড্র
- বঙ্গ
- গৌড়
- চন্দ্রদ্বীপ
3774. তাম্রলিপ্ত জনপদটি ছিল-
- সমুদ্র উপকূলবর্তী খুব নিচু আর্দ্র
- স্থল বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত
- নৌ চলাচলের জন্য অতি উত্তম
A,C
3775. অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
- হেরোডোটাস
- পাণিনি
- কালিদাস
- কৌটিল্য
3776. বাংলা জনপদ নামে পরিচিত হতো-
- পুণ্ড্রবর্ধন
- গৌড়
- বঙ্গ
A,B,C
3777. সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম ষষ্ঠ শতকে পুণ্ড্র কিসে রুপান্তরিত হয়?
- পুণ্ড্রবর্ধনে
- মহাস্থানগড়ে
- হরিকেল
- সমতট
3778. পুণ্ড্রবর্ধনের অবস্থান ছিল কোথায়?
- ভারতের শেষ সীমানায়
- বঙ্গের কাছাকাছি
- কুমিল্লায়
- বরেন্দ্র এলাকায়
3779. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ বিভক্ত হয়ে কী নাম ধারণ করে?
- উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ
- উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ
- উতরবঙ্গ ও পূর্ববঙ্গ
- পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
3780. প্রাচীনযুগে বিভিন্ন অঞ্চলে শাসকগণ কীভাবে শাসন করতেন?
- পূর্ব পুরুষদের অনুকরণে
- ধর্মের ভিত্তিতে
- অঞ্চলের ভিত্তিতে
- যার যার মতো করে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 378"