এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 376
3751. বরেন্দ্র কোন অঞ্চলের জনপদ?
- উত্তর
- দক্ষিণ
- পূর্ব
- পশ্চিম
3752. বগুড়া হতে কত মাইল দূরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন?
- পাঁচ মাইল
- ছয় মাইল
- সাত মাইল
- আট মাইল
3753. হরিকেল বলতে মুলত বর্তমানের কোন জেলাকে বোঝানো হয়?
- রাজশাহী
- দিনাজপুর
- ফরিদপুর
- সিলেট
3754. সৌমিতা প্রাচীন বাংলার কোন জনপদের বেড়াতে যায়?
- সমতট
- বঙ্গ
- গৌড়
- হরিকেল
3755. গৌড়ের সীমানা সীমাবদ্ধ হওয়ার পর কোন অংশকে গৌড়ের সীমানা বলে মনে করা হয়?
- আধুনিক মালদহ
- সাহিত্যগ্রন্থ
- লোকমুখে
A,B
3756. কোন রাজার চন্দ্রদ্বীপ অধিকারের পর হতে হরিকেলকে মোটামুটি বঙ্গের অংশ বলে ধরা হয়?
- শশাংকের
- শ্রীচন্দ্রের
- নারায়ণচন্দ্রের
- ত্রৈলোক্যচন্দ্রের
3757. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
- চব্বিশ পরগণা
- মেদিনীপুর জেলার তমলুক
- ত্রিপুরা
- আসাম-মিজোরাম
3758. রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান মুরাদের দুর্বলতার কারণে পার্শ্ববর্তী জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এসহাক মিয়া রায়পুরের কিছু অংশ তাদের আওতায় নিয়ে নেয়। মুরাদের পরে রায়পুরের চেয়ারম্যান হয় শহিদ মিয়া। তিনি রায়পুর ইউনিয়নকে দু ভাগে ভাগ করেন। কিন্তু ঐ সময়ে জয়পুর ইউনিয়নের মধ্যে জাতীয় চেতনার উদ্ভব ঘটে।উদ্দীপকের আলোচনায় কোন জনপদের ইঙ্গিত রয়েছে?
- গৌড়
- বঙ্গ
- পুণ্ড্র
- হরিকেল
3759. উক্ত জনপদটি কোন শাসনামলে দুভাগে বিভক্ত করা হয়?
- পাল শাসনামল
- সেন শাসনমল
- সুলতানি শাসনামল
- মুঘল শাসনামল
3760. জয়পুর ইউনিয়নের সাথে উক্ত জনপদের মিল রয়েছে-
- আয়তন সংকুচিত
- দুভাগে
- জাতির উৎপত্তি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 376"