এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 356
3551. রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সাত্তারের জন্য কঠিন হয়। কারণ-
- অর্থনৈতিক সংকটের কারণে
- আইন-শৃঙ্খলার অবনতির কারণে
- অবৈধভাবে ক্ষমতা গ্রহণের ফলে
A,B
3552. জিয়াউর রহমান যথার্থ উপলব্ধি করেছিলেন যে সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠাই তার প্রধান দায়িত্ব । কেন?
- কারণ সেনাবাহিনী ছিল তাঁর ক্ষমতার উৎস
- কারণ সেনাবাহিনী অন্য দেশ আক্রমণের অপরিহার্য
- কারণ সেনাবাহিনী দেশ পরিচালনার জন্য অপরিহার্য
- কারণ সেনাবাহিনী সীমান্ত রক্ষার জন্য অপরিহার্য
3553. জিয়াউর রহমান কাদের হাতে নিহত হন?
- সেনাসদস্য
- পুলিশ বাহিনী
- রাজনৈতিক কর্মী
- সাধারণ আমলা
3554. সাত্তারকে প্রতিদান দিতে জিয়া কার্পণ্য করেননি । কারণ-
- জিয়াকে ইন্ধন যুগিয়েছেন ক্ষমতা দখলে তাই
- নির্বাচন আয়োজনে আগ্রহী ছিলেন না তাই
- পাকিস্তানি ভাবাদর্শের কারণে
A,B
3555. বাংলাদেশের ইতিহাসে অনাকাঙ্খিত অধ্যায় কোনটি?
- সমাজতান্ত্রিক দলকে অভ্যুত্থানে সম্পৃক্ত করা
- আবু তাহেরের বিচার
- জিয়ার ক্ষমতা ফিরে আসা
- জিয়ার গৃহবন্দী হওয়া
3556. ১৯৭৭ সালে জিয়াউর রহমান গণভোটের আয়োজন করেন কেন?
- তার অবৈধ ক্ষমতা বৈধতা প্রদানের জন্য
- অর্থনৈতিক সমস্যা সমাধানে জনমত যাচাইয়ের জন্য
- আন্তজার্তিক সমস্যা সমাধানে জনমত যাচায়ের জন্য
- রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য
3557. টেরিজানের দেশে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে দেশের সামরিক বাহিনীর প্রধানকে গৃহবন্দি করা হয়। পাল্টা এক অভ্যুত্থানের উক্ত সামরিক শাসককে মুক্ত করা হয়।অনুচ্ছেদ অনুযায়ী সামরিক বাহিনীর প্রধানের সাথে বাংলাদেশের কোন সামরিক বাহিনীর প্রধানের সাদৃশ্য আছে?
- জিয়াউর রহমান
- এইচ এম এরশাদ
- খালেদ মোশারফ
- আবু তাহের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 356"