দৃঢ়তা-প্রদান-ও-চলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 716
এসএসসি জীববিজ্ঞান | 7154. যে স্থিতিস্থাপক বন্ধনীদ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যু্ক্ত থাকে তাকে কী বলে?
- ফিলামেন্ট
- লিগামেন্ট
- টেনডন
- পেরিডেন্ডিয়াম
7155. তরুণাস্থি কোষগুলি থেকে যে রাসায়নিক বস্তু নিঃসৃত হয় তাকে কী বলে?
- অস্ট্রিন
- কন্ড্রিন
- কিউটিন
- ফাইব্রিন
7156. কোনটি কঙ্কালতন্ত্রের কাজ?
- চলনে সাহায্য করা
- খাদ্য সংগ্রহ
- রক্ত পরিবহন
- খাদ্য পরিবহন
7157. অস্থি শক্ত ও মজবুত হয় কেন?
- খনিজ লবণ সঞ্চিত থাকায়
- জৈব যৌগ সঞ্চিত থাকায়
- আবরণী কলা যুক্ত থাকায়
- তন্তুময় অস্থিসন্ধি থাকায়
7158. লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত?
- আমিষ
- শর্করা
- স্নেহ
- প্রোটিন
7159. আর্থ্রইটিস রোগ প্রতিরোধের উপায়-
- পর্যাপ্ত আলো-বাতাস আছে এমন স্থানে বাস করা
- নিয়মিত ব্যয়াম করা
- সুষম ও আশযুক্ত খাদ্য গ্রহণ পরিহার করা
A,B
7160. দেহের কাঠামো গঠনকারী অন্ত্রকে কী বলে?
- পরিবহতন্ত্র
- শ্বসনতন্ত্র
- স্নায়ুতন্ত্র
- কঙ্কালতন্ত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি জীববিজ্ঞান - 9 - দৃঢ়তা প্রদান ও চলন - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 716"