যারা এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রফেশনালি দক্ষ হতে চান তাদের জন্য বাংলা ভিডিও টিউটোরিয়াল

এই কোর্সের উদ্দেশ্য Android এপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্যে প্রয়োজনীয় বিষয়গুলো বিভিন্ন উদাহরণ ও এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরা। বিভিন্ন সময়ে প্রোজেক্ট করতে গিয়ে যে বিষয়গুলো শেখা হয়েছে, সেগুলোকেই একত্র করার চেষ্টা করেছি। ইতোপূর্বে এই কোর্স-এর রিসোর্সসমূহ BUET এবং BASIS (Bangladesh Association of Software & Information Services)-এর বিভিন্ন প্রোফেশনাল ট্রেনিং প্রোগ্রামে ব্যবহৃত হয়েছে।

আশা করছি এই কোর্স শেষে আপনিঃ

  • নিজে নিজে সম্পূর্ণ একটি এপ্লিকেশন ডিজাইন, ডেভেলপ এবং ডেপলয় করতে পারবেন।
  • কিভাবে একটা এপ্লিকেশন কাজ করে, কিভাবে এপ্লিকেশনের বিভিন্ন রকম কম্পোনেন্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করে, মোবাইলের বিভিন্ন হার্ডওয়্যারগুলোকে API-এর মাধ্যমে ব্যবহার করে ইত্যাদি সম্পর্কে জানবেন।

কাদের জন্য কোর্স?

এই কোর্সটি আপনার জন্যেঃ

  • যদি আপনি পেশাগতভাবে মোবাইল এপ্লিকেশন ডেভেলপার হতে চান।
  • যদি ফ্রিল্যান্সিং মার্কেটে মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করতে চান।
  • যদি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোজেক্টে বা গবেষণায় মোবাইল প্ল্যাটফর্মে কোন প্রোটোটাইপ বানাতে চান।
  • যদি আপনার মোবাইল প্ল্যাটফর্ম ভিত্তিক কোন বিজনেস আইডিয়া থাকে যেটাকে আপনি বাস্তবে রূপ দিতে চান।

নিচে আপনাদের জন্য বাংলা ভিডিও উপস্থাপন করলাম, যারা এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্টে দক্ষ হতে চান তাদের কাজে লাগবে আশা করি।

 

পর্ব ১: এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট

 

 

আরো দেখুন:

গ্রাফিক্স ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব ১: এডোবি ইলাস্ট্রেটর

ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব ১ 

ওয়েব ডেভেলপমেন্টের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব ১

এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব ১

পিএইচপি (PHP) বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব ১

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline