ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2283
22821. ইবাদতের মূল লক্ষ্য কী?
- সওয়াব হাসিল করা
- বেহেশত পাওয়া
- দোযখ থেকে বাঁচা
- আল্লাহর সন্তুষ্টি
22822. শিক্ষকগণকে শ্রদ্ধা করা কী?
- কৃতজ্ঞতা প্রকাশ
- ভদ্রতা রক্ষা করা
- ইবাদতের শামিল
- ইমানের দাবি
22823. “আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন।” এটা কার বাণী?
- আল্লাহর
- আবু বকর (রা)-এর
- মহানবি (স)-এর
- উমর (রা)-এর
22824. কে অশেষ পুণ্যের অধিকারী হয়?
- মুজাহিদ
- হজ পালনকারী
- দানশীল
- রোযাদার
22825. দীন ইলম বলতে যেসবের জ্ঞানকে বুঝায়-
- কুরআন
- হাদিস
- ফিকহ
A,B,C
22826. হজ করার মাধ্যমে আদায় হয়-
- শারীরিক ইবাদত
- মানসিক ইবাদত
- আর্থিক ইবাদত
A,C
22827. * জমির সাহেব ধণাঢ্য ব্যক্তি। তিনি নিয়মিত সালাত-সাওম পালন করলেও হজ পালন করতে অস্বীকার করেন।
- শিরক
- কুফর
- নিফাক
- ফিস্ক
22828. হজ পালন না করার কারণে জমির সাহেব বঞ্চিত হচ্ছে-
- বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সহায়তা করা থেকে
- ফরয বিধান পালন করা থেকে
- পাপ মুক্তির সুযোগ থেকে
A,B,C
22829. ইসলামি শিক্ষার মূল উৎস দুটি কী?
- কুরআন ও ইজমা
- কুরআন ও কিয়াস
- হাদিস ও ইজমা
- কুরআন ও হাদিস
22830. আল্লাহ ও রাসুল (স) কর্তৃক নির্দেশিত পথই কীসের মূল?
- ইমানের
- ইবাদতের
- জিহাদের
- সালাতের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2283"