আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2563
25621. বাস্তব বিম্ব-
- চোখে দেখা যায়
- পর্দায় ফেলা যায়
- উত্তল দর্পণে উৎপন্ন হয়
A,B
25622. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট বিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে?
- অসীমে
- অসীমে ও বক্রতার কেন্দ্রের মধ্যে
- বক্রতার কেন্দ্রে
- প্রধান ফোকাসে
25623. কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
- নভোদূরবীক্ষণ যন্ত্রে
- পিছনের যানবাহন দেখার জন্য গাড়ীতে
- গাড়িতে হেডলাইটে
- রাস্তার লাইটে
25624. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব অবাস্তব হয়?
- অসীমে
- প্রধান ফোকাসে
- বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
- মেরু ও প্রধান ফোকাসের মধ্যে
25625. সমতল দর্পণে গঠিত বিম্বের আকার লক্ষ্যবস্তুর-
- সমান নয়
- দ্বিগুণ হয়
- অর্ধেক হয়
25626. সাদা তলে সব রঙের আলোই-
- প্রতিফলিত হয়
- প্রতিসারিত হয়
- প্রতিসরণ ঘটে
- সাদা হয়
25627. আলোর প্রতিফলনের সূত্র কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
25628. আপতন কোণ 300 হলে প্রতিফলন কোণ হবে?
- 600
- 300
- 150
- কোনটিই নয়
25629. রৈখিক বিবর্ধনের মান এক-এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
- খর্বিত হবে
- বড় হবে
- সমান হবে
- বক্র হবে
25630. যে সমৃণ গোলীয় পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
- সমতল দর্পণ
- অভিসারী লেন্স
- প্রতিফলন কোণ
- গোলীয় দর্পণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন - এসএসসি-পদার্থ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2563"