আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2560
25591. দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক?
- সমতল দর্পণ
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- অবতল লেন্স
25592. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত?
- 30cm
- 40cm
- 60cm
- 70cm
25593. কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
- সেলুনে
- চোখ পরীক্ষায়
- লেজার তৈরিতে
- দন্ত চিকিৎসায়
25594. মেরু ও বক্রতার ক্ষেন্দ্র এ দুটিকে ছেদ করে নিচের কোনটি?
- গৌণ অক্ষ
- প্রধান অক্ষ
- প্রধান ফোকাস
- ফোকাস তল
25595. 6 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কোথায় রাখতে হবে?
- 3 cm
- 6 cm
- 12 cm
- 18 cm
25596. লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
- সদ ও উল্টো
- অসদ ও সোজা
- সদ ও সোজা
- ক ও খ উভয়ই
25597. আলো কণার ন্যায় আচরণ করে কোন আলোকীয় ঘটনায়-
- ঋজুগতি
- প্রতিফলন
- সমবর্তন
A,B
25598. কোনো এক ব্যক্তির উচ্চতা 6 ফুট। ঐ ব্যক্তির পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য নূন্যতম কত উচ্চতার সমতল দর্পণ প্রয়োজন?
- 2 ফুট
- 3 ফুট
- 4 ফুট
- 6 ফুট
25599. সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রী কোণে আলোর বিচ্ছুরণ হয়?
- 300
- 450
- 600
- 900
25600. আলো এক প্রকার-
- কণা
- তড়িৎ চৌম্বক তরঙ্গ
- শক্তি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন - এসএসসি-পদার্থ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2560"