”
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও।
অনুশীলন করঃ-
বহুনির্বাচনি প্রশ্নঃ ১। আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত ?
ক. ১২০০ খ. ১১০০ গ. ১৪০০ ঘ. ১৫০০
২। ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’ – এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী
বুঝিয়েছেন ?
ক. অতীত ঐতিহ্য খ. সাংস্কৃতিক রপ গ. ঐতিহাসিক পটভমি ঘ. সাংস্কৃতিক পরিচয়
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও : উপমহাদেশে শাসন ব্যবস্থার ক্ষমতা বিকাশ সম্বন্ধে পড়াতে গিয়ে জনাব মোঃ কামরুজ্জামান ধারাবাহিকভাবে পাল, সেন, মোগল, পাঠান ইত্যাদি শাসকগোষ্ঠীর শাসনকাল ও শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময়কালের স্থাপত্যের নিদর্শনস্বরপ বেশকিছু বিষয়ের উল্লেখ করেন।
৩। উদ্দীপকের সাথে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য রয়েছে –
I.জাতিগত পরিচয়ের II. ঐতিহাসিক পরিচয়ের III. সাংস্কৃতিক বিবর্তন ধারার। নিচের কোনটি সঠিক ?
ক. I ও II খ. II ও III গ.III ও I ঘ. I ও II ও III
৪। এরূপ সাদৃশ্যের কারণ কী ?
ক. সামগ্রিকতা খ. পটভমি গ. ঐক্যসূত্র ঘ. ঐতিহ্য সৃজনশীল
ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মাগান্ধী এক সময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিস্তান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের।
ক. বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ?
খ. ‘আমি তো এসেছি ‘কমলার দীঘি’, ‘মহুয়ার পালা’ থেকে’ – একথা দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ?
গ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার সাথে যেদিক দিয়ে সাদৃশ্যর্পূণ তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার খন্ডাংশ মাত্র, র্পূণচিত্র নয় – যুক্তিসহ লেখ।
0 responses on "আমার পরিচয় - অনুশীলনী কর্ম-"