আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2414
24131. সেনাবাহিনী পরিচালনার কাজে কোনটি ব্যবহৃত হয়?
- কম্পিউটার
- চলকুন্ডলী
- ফ্যাক্স
- সিপিইউ
24132. ডিজিটাল কথাটি কোথা থেকে এসেছে?
- ভিজিট
- ডিজিট
- মডেম
- কম্পিউটার
24133. নিচের কোনটির মাধ্যমে নতুন মৌল পাওয়া যায়?
- তেজস্ক্রিয় বিবিকরণ
- ইলেক্ট্রন বর্জন
- ইলেক্ট্রন গ্রহণ
- কোনটিই নয়
24134. কোনো অর্ধপরিবাহীর ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা নির্ভর করে-
- অর্ধপরিবাহী বস্তুতে মিশ্রিত ভেজালের পরিমাণের ওপর
- অর্ধপরিবাহী পদার্থের ঘনত্বের ওপর
- অর্ধপরিবাহীর তাপমাত্রা ওপর
A,C
24135. এনালগ সংকেত হলো-
- সাইন তরঙ্গ
- অডিও ও ভিডিও ভোল্টেজ
- নিরবচ্ছিন্ন ঘটনা
A,B,C
24136. মার্কনীয় রেডিও যন্ত্রের ব্যবহৃত ডায়োডা কী বলে?
- অ্যাম্প্লিফায়ার
- এ্যান্টেনা
- ডিটেকটর
- রিসিভার
24137. গামা রশ্নির তরঙ্গ দৈর্ঘ্য কেমন?
- দীর্ঘ
- স্বল্প
- মাঝারি
- উপরের সবকয়টি
24138. ফ্যাক্স মেশিন মূলত একটি-
- প্রিন্টার
- স্ক্যানার
- তড়িৎ আলোকীয় মেশিন
- ডাউনলোডার
24139. স্পীকারের ক্ষেত্রে-
- তড়িৎ সংকেতকে শব্দে রুপান্তর করে
- এতে পেপার লাগানো থাকে
- ডায়াফ্রাম বিদ্যমান
A,B
24140. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
- রঞ্জন রশ্নি
- বিটা রশ্নি
- আলফা রশ্নি
- গামা রশ্নি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2414"