আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2356
23551. কত হিজরিতে হুদায়বিয়ার সন্ধি স্থাপিত হয়?
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
- সপ্তম
23552. কোন যুদ্ধে অনেক হাফেয সাহাবি শাহাদাত বরণ করেন?
- বদরের যুদ্ধে
- ইয়ামামার যুদ্ধে
- উহুদের যুদ্ধে
- তাবুকের যুদ্ধে
23553. জাহেলি যুগের আরব সমাজ নিরক্ষর ও অজ্ঞ থাকলেও সাংস্কৃতিক দিক দিয়ে তারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল । কারণ –
- তারা কবিতা রচনা করত
- বাগ্মিতায় তাদের পান্ডিত্য ছিল
- তারা অতিথিপরায়ণ ছিল
A,B
23554. পৃথিবীকে সপ্ত ‘ইকলীম’ বা সাতটি মন্ডলে ভাগ করেছিলেন কোন ভূগোলবিদ?
- টলেমি
- আল খাওয়ারেযমি
- উমর খৈয়াম
- আল মুকাদ্দাসী
23555. হযরত আবু বকর (রা) কিসের ব্যবসায় করতেন?
- স্বর্ণের
- খেজুরের
- কাগজের
- কাপড়ের
23556. বুখারি শরীফের হাদিস সংখ্যা কত?
- 7275
- 7376
- 7375
- 7265
23557. সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ কে ছিলেন?
- ইমাম গাযযালি
- আবুল কাসেম জাহ্রাবী
- উমর খৈয়াম
- আবু বকর আল-রাযি
23558. * মহানবি (স) যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হন তখন আলি (রা)-কে তাঁর বিছানায় শুইয়ে রেখে যান। এতে জীবনের ঝুঁকি আছে জেনেও নবির নির্দেশ মানতে দ্বিধা করেন নি।
- কাফিরদের ভয়ে
- রাসুল (স) এর আমানতদারিতা রক্ষার জন্য
- নিরাপদে দেশত্যাগের জন্য
- কুরাইশদের ভয়ে
23559. আলি (রা) নবিজীর নির্দেশ মানতে দ্বিধা করেন নি; কারণ-
- নিজের জীবনের মায়া বড় ছিল না
- নবি কর্তৃক অর্পিত দায়িত্ব পালনই ছিল বড় ব্যাপার
- নবিজীকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন
A,B,C
23560. হযরত আবু বকর (রা)এর জীবনাদর্শ থেকে তুমি যেটি শিক্ষালাভ করেছ তার আলোকে নিচের কোনটি তোমরা ব্যবহারিক জীবনে বর্জনীয়?
- সত্য ও ন্যায়ের পূজারি হওয়া
- আল্লাহ ও রাসুল (স) এ বিশ্বাস রাখা
- যাকাত দিতে অস্বীকৃতি জানানো
- দরিদ্রকে দান-খয়রাত করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2356"