আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1309
13081. বেকার সমস্যা একটি- সমস্যা?
- ব্যক্তিগত
- পারিবারিক
- প্রতিষ্ঠানিক
- জাতীয়
13082. মি. সুমন বৈদ্যুতিক মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করে। তার কাজকে তুমি কোন ধরনের কাজ হিসেবে মূল্যায়ন করবে?
- ব্যবসায়
- ক্ষুদ্র শিল্প
- আত্মকর্মসংস্থান
13083. ব্যবসায় একবার ব্যর্থ হলে করণীয় কী?
- ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ
- ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েনতুন উদ্যমে কাজ শুরু করা
- প্রকল্প পরিবর্তন করা
A,B
13084. নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে কী বলা হয়?
- আত্মনির্ভরতা
- আত্মকর্মসংস্থান
- আত্মপ্রত্যয়
- আত্মপ্রতিষ্ঠা
13085. ধর, তুমি পড়ালেখা শেষ করে ভালো কোনো চাকরি পেলে না, তাছাড়া তোমার বৃহৎ ব্যবসায় করার মতো পর্যাপ্ত পুঁজিও নেই। সেক্ষেত্রে তুমি কী করবে?
- ভাগ্যের ওপর দোষ দিয়ে চুপচাপ বসে থাকবে
- পড়ালেখা করা ঠিক হয়নি মনে করবে
- সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে
- আত্মকর্মসংস্থানমূলক কাজ করার চেষ্টা করবে
13086. আত্মকর্মসংস্থান বেছে নেওয়ার পূর্বে কী নির্ধারণ করা আবশ্যক?
- মূলধন
- পণ্য
- লক্ষ্য
- ঝুঁকি
13087. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কোনটি?
- জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
- অর্থনীতির অনগ্রসরতা
- পরিকল্পনাবিহীন উন্নয়নজনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
- অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাবিহীন উন্নয়ন”;}}
13088. আমাদের দেশে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প পথ নেই। কারণ-
- চাকরির সংখ্যা অত্যন্ত সীমিত
- সরকারি চাকরির সংখ্যা অসীম
- সরকারি ও বেসরকারি খাতের সামর্থ্য সীমিত
A,C
13089. কোন প্রতিষ্ঠান যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে ঋনদানের ব্যবস্থা করে?
- বাংলাদেশ ব্যাংক
- যুব উন্নয়ন ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- সোনালী ব্যাংক
13090. কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন?
- প্রশিক্ষণ
- শিক্ষা
- অভিজ্ঞতা
- কার্যদক্ষতা
আত্মকর্মসংস্থান | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি - ব্যবসায় উদ্যোগ"