আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1308
13071. দরিদ্র ও উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র ও বেকারত্ব নিরসেনকল্পে কী ধরণের পদক্ষেপ গ্রহণ যুক্তিযুক্ত হবে?
- চাকরির সংখ্যা বৃদ্ধি করা
- আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবশক্তিকে উন্নয়নকর্মকান্ডে সম্পৃক্ত করা
- কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা
- অধিক পরিমাণে বিদেশি সাহায্য-সহযোগিতা গ্রহণ করা
13072. এ বছর করলা বিক্রি করে কত টাকা আর্ন করবেন বলে আশাবাদী?
- প্রায় ১ লাখ টাকা
- প্রায় ২ লাখ টাকা
- প্রায় ৩ লাখ টাকা
- প্রায় ৪ লাখ টাকা
13073. শাহজালাল তার বড় ভাই সিরাজুল ইসলামের পরামর্শে মৎস্য চাষ শুরু করেন। বর্তমানে আরও ৫টি পুকুর লিজ নিয়ে ৩ জন কর্মচারী নিয়োগের মাধ্যমে ব্যাপকভাবে মৎস্যচাষ করেন। তিনি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন।শাহজালালের কাজটি কোন জাতীয়?
- ব্যবসায়
- চাকরি
- সেবা
- আত্মকর্মসংস্থান
13074. শাহজালালের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার কারণ-
- কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য
- সম্পদের সদ্ব্যবহারের জন্য
- কর্মীদের মধ্যে সমন্বয় আনার জন্য
A,B,C
13075. বাংলাদেশে কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে-
- আত্মকর্মসংস্থান
- বেসরকারি খাত
- সরকারিক খাত
- বেসরকারি উন্নয়ন সংস্থা
13076. পণ্যের চাহিদা নিরূপণ করা যায় কীসের মাধ্যমে?
- মূল্য নির্ধারণ
- যোগান জরিপ
- উৎপাদন
- বাজার জরিপ
13077. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে?
- আত্মকর্মসংস্থানকারী
- ব্যবসায়ী
- বিনিয়োগকারী
- উদ্যোক্তা
13078. কী নির্বাচনের পূর্বে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা নিরূপণ করতে হয়?
- বাজার
- শ্রমিক
- পণ্য
- যোগান
13079. মিস রাশিদা বেগম ৩ মাসের দর্জি প্রশিক্ষণ শেষ করলে সেলাই মেশিন কেনার জন্যে কোন প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারে?
- মহিলা বিষয়ক মন্ত্রণালয়
- গ্রামীন মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
- বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
- যুব প্রশিক্ষণ কেন্দ্র
13080. সানজিদা ইসলাম কী পাস?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1308"