আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1305
13041. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা কাঙ্খিত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়?
- স্থায়ী মূলধন
- চলতি মূলধন
- বিনিয়োগ সুবিধা
- স্থায়ী সম্পদ
13042. বাংলাদেশের যুবসমাজের নিকট আত্মকর্মসংস্থানের ধারণা কেমন?
- স্বচ্ছ নয়
- যথেষ্ট নয়
- নেই
A,B
13043. আবদুল খালেক উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নিযে বাড়ির আশেপাশে পতিত জমিতে করলা চাষ শুরু করেন। নিরলস পরিশ্রম ও চেষ্টায় পরবর্তীতে আবদুল খালেক সফল ব্যবসায়ীতে পরিণত হন।আবদুল খালেকের কাজটি কোন ধরণের কর্মসংস্থান?
- চাকরি
- ব্যবসায়
- উৎপাদন
- আত্মকর্মসংস্থান
13044. আবদুল খালেক সফল হলেন-
- কৃষি অফিসারের পরামর্শে
- নিরলস পরিশ্রমে
- নিরলস চেষ্টায়
A,B,C
13045. ব্যবসায়ের কাজ কখন এবং কীভাবে করা হবে তা অগ্রিম চিন্তাভাবনা করাকে কী বলে?
- ঝুঁকি
- বিমা
- পরিচালনা
- পরিকল্পনা
13046. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে?
- ৫০ ভাগ
- ৬০ ভাগ
- ৭০ ভাগ
- ৮০ ভাগ
13047. ক্ষুদ্র ব্যবসায়ী মি. তুহিন ব্যবসায়ের ধারাবহিকতা রক্ষা করতে চান। এক্ষেত্রে তাকে কোন অবস্থা সম্পর্কে অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে?
- আর্থ-সামাজিক
- রাজনৈতিক
- সাংস্কৃতিক
- সামাজিক
13048. কোনটির সাথে আত্মকর্মসংস্থানের নিবিড় সম্পর্ক রয়েছে?
- মূলধন
- অভিজ্ঞতা
- ব্যবসায় উদ্যোগ
- সুনাম
13049. লন্ড্রী, মেরামত ও খাবারের দোকান কী ধরনের পেশার নির্দেশক?
- বেসরকারি চাকরি
- আত্মকর্মসংস্থান
- সরকারি চাকরি
- কোনটিই নয়
13050. নিয়োগকৃত কর্মীকে কোনটি প্রদান করতে হবে?
- প্রশিক্ষণ
- স্থায়ীকরণ
- পুঁজি
- কাঁচামাল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1305"