আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1304
এসএসসি-ব্যবসায় উদ্যোগ-কুইজ | 13031. হাফিজ প্রতিমণ করলা কত দরে বিক্রয় করেন?
- ১০০০ টাকা
- ১১০০ টাকা
- ১২০০ টাকা
- ১৫০০ টাকা
13032. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
- সুষ্ঠু পরিকল্পনার অভাব
- চাকরির প্রতি অধিক আগ্রহ
- বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা
A,B
13033. পণ্যের সঠিক চাহিদা নিরূপণে কোনটি প্রয়োজন?
- মূল্য নির্ধারণ
- যোগান নির্ধারণ
- বাজার জরিপ
- উৎপাদন
13034. জীবিকার্জনের বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা?
- চাকরি
- ব্যবসায়
- শিল্প
- আত্মকর্মসংস্থান
13035. বাংলাদেশে গত দু দশকে চাহিদার তুলনায় কর্মসংস্থানের তেমন সুযোগ হয়নি কেন?
- অর্থনৈতিক অনগ্রসরতার কারণে
- চাকরির প্রতি অনীহা
- ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধি
- কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
13036. কোথায় কোথায় যুব প্রশিক্ষণ রয়েছে?
- প্রতিটি জেলায়
- প্রতিটি উপজেলায়
- প্রতিটি থানায়
- প্রতিটি ইউনিয়নে
13037. জনাব গাজী একজন সিমেন্ট ব্যবসায়ী। ব্যবসায়ের অনিশ্চয়তা রোধে তিনি কোন ধরণের পদক্ষেপ নিতে পারেন?
- মূলধন বৃদ্ধি করা
- কর্মী সংখ্যা বৃদ্ধি করা
- প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার কৌশল স্থির করা
- কর্মীদের বেতন বৃদ্ধি করা
13038. কীসের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায়?
- সঠিক পণ্য নির্বাচন
- চাহিদা নিরূপণ
- উপযুক্ত পদ্ধতি
- বাজার জরিপ
13039. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন?
- উন্নত অবকাঠামোগত উপাদান
- সরকারি পৃষ্ঠপোষকতা
- আর্থসামাজিক স্থিতিশীলতা
A,B,C
13040. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়?
- ঝুঁকি নিরূপন করে মোকাবেলার কৌশল বের করা
- বাজেট প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা
- শ্রমিক নিয়োগ করে যথাযথ তত্ত্বাবধান করা
- অধিক উৎপাদন করে যথাযথভাবে বন্টন করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-ব্যবসায় উদ্যোগ-কুইজ- 1304"