আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1317
13161. ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায় কোনটির মাধ্যমে?
- পণ্য নির্বাচনের মাধ্যমে
- বাজার জরিপের মাধ্যমে
- উপযুক্ত পদ্ধতির মাধ্যমে
- চাহিদা নিরূপণের মাধ্যমে
13162. কোন ব্যবসায়ে ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী?
- পূর্ব অভিজ্ঞতা ও অর্থের অভাব
- ব্যবস্থাপনার কৌশল ও অর্থের অভাব
- পূর্ব অভিজ্ঞতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা জ্ঞানের অভাব
- ব্যবস্থাপনার কৌশল ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব3
13163. বাংলাদেশের জন্যে নতুন ব্যবসায় স্থাপন করা প্রয়োজন। কারণ-
- সরকারি চাকরির সুযোগ সীমিত
- ব্যবসায়ের মাধ্যমে সম্পদ কাজে লাগে
- ব্যবসায়ের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়
A,B,C
13164. আবু ইসহাক আর্থিক সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে অপারগ হন। অবশেষে বেকারত্ব অবসানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজেদের পুকুরে মৎস্য চাষ শুরু করেন। চাকরির প্রতি তার খুব বেশি আগ্রহ নেই।এসএসসি (ssc) বা মাধ্যমিকি পাসের পর আবু ইসহাকের পড়ালেখা বন্ধ হয় কেন?
- আর্থিক সংকটের কারণে
- আগ্রহী ছিল না বলে
- চাকরি করার ইচ্ছা ছিল বলে
- দুষ্ট ছিল বলে
13165. ইসহাক যুব উন্নয়ন অধিদপ্তরে মৎস্য চাষ প্রশিক্ষণ নেওয়ার কারণ-
- মৎস্য চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা
- মৎস্য চাষ প্রশিক্ষণ নিলে সরকারি ভাতা পাওয়া যাবে বলে
- মৎস্য চাষ প্রশিক্ষণের সার্টিফিকেট পাওয়া যাবে বলে
- মৎস্য চাষ তার বাল্যকালের শখ ছিল বলে
13166. চাকরির প্রতি আবু ইসহাকের ঝোঁক না থাকার কারণ-
- পূর্বে চাকরি চেয়ে পাননি বলে
- চাকরির চেয়ে আত্মকর্মসংস্থানমূলক কাজে সফল হওয়ার আশায়
- উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থানমূলক কাজে সফল হওয়ার আশায়
B,C
13167. এই অনুচ্ছেদের নীতিশিক্ষা হল-
- অভাব মানুষের উদ্যোগ থামাতে পারে না
- উদ্যোগ থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়
- অভাবের কারণে পড়ালেখা বন্ধ হলে মানুষের মৎস চাষই করতে হবে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1317"