-
আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1313
13121. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-সঠিক পণ্য
- মুনাফার নিশ্চয়তা
- পণ্যের চাহিদা
A,C
13122. জনাব সুমন পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
- কৌশল
- দেশীয় সম্পদ
- জনশক্তি
- অর্থ
13123. কোনটির মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়?
- আত্মকর্মসংস্থানের মাধ্যমে
- প্রশিক্ষণের মাধ্যমে
- জনশক্তি রপ্তানি করে
- জনসংখ্যা হ্রাস করার মাধ্যমে
13124. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত?
- অধিক উৎপাদন
- সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা
- ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
- শ্রমিকদের কাজে লাগানো
13125. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত নয়?
- খুচরা বিক্রেতা
- রেডিও টেলিভিশন মেকানিকস্
- ডাক্তারি
- শিক্ষকতা
13126. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি, অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাহীন উন্নয়ন প্রভৃতির প্রধান শিকার হয়-
- ছাত্রসমাজ
- শিশুরা
- সরকার
- যুবসমাজ
13127. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন?
- অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
- পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
- প্রশিক্ষণের সুযোগ
A,B,C
13128. কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি?
- ২টি
- ৪টি
- ৬টি
- ৮টি
13129. হাফিজ কোথায় চাকরি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন?
- প্রকাশনীতে
- ওষুধ কোম্পানিতে
- বিমান বাহিনীতে
- সেনাবাহিনীতে
13130. জীবিকার্জনে বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা?
- চাকরি
- ব্যবসায়
- শিল্প
- আত্মকর্মসংস্থান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1313"