আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1302
13016. বলতে গেলে একটি দেশের কর্কক্ষম জনসংখ্যার কত ভাগ আত্মকর্মসংস্থানে নিযোজিত?
- শতকরা ৬০ ভাগ
- শতকরা ৪০ ভাগ
- সিংহ ভাগ
- শতকরা ৫০ ভাগ
13017. প্রশিক্ষণ কর্মীদের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কোনটি এড়াতে সাহায্য করে?
- সম্পর্কহীনতা
- দূর্ঘটনা
- শ্রমিক অসন্তোষ
- ষড়যন্ত্র
13018. কোনটির অভাবে শিল্পকারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না?
- চলতি পুঁজি
- স্থায়ী পুঁজি
- বাজার
- ঋণের
13019. কোনটি সেরিকালচার?
- মৌমাছি চাষ
- রেশম চাষ
- মৎস চাষ
- নার্সারি
13020. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হল-
- জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
- অর্থনীতির অনগ্রসরতা
- পরিকল্পনাহীন উন্নয়ন
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1302"