চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Wish এর ব্যবহার:-
Wish এর পরে যদি to be verb থাকে তবে ঐ to be verb এর জায়গায় were বসবে আর যদি wish এর পরে to have verb থাকে তবে ঐ to have verb এর জায়গায় had বসবে।
যেমনঃ
I wish I (to be verb) a king. এই বাক্যে wish এর পরে ব্র্যাকেটের মধ্যে to be verb এসেছে তাই ঐ to be verb এর জায়গায় were বসবে। তাই বাক্যটির শুদ্ধরুপ হবে- I wish I were a king.
I wish I (have) the wings of a dove. এই বাক্যে wish এর পরে ব্র্যাকেটের মধ্যে to have verb এসেছে তাই ঐ to have verb এর জায়গায় had বসবে। তাই বাক্যটির শুদ্ধরুপ হবে- I wish I had the wings of a dove.
উল্লেখ্য:
To be verb ৫ টি।যথাঃ am, is, are, and was ও were.
To have verb ৩ টি। যথাঃ have, has ও had.
ভরকেন্দ্র , পরিকেন্দ্র , অন্তঃকেন্দ্র
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ভরকেন্দ্র বলে
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদ বিন্দু অন্তঃকেন্দ্র
তিন বাহুর লম্বদ্বিখন্ডকের ছেদবিন্দু পরিকেন্দ্র
৪.শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়ের মিলিত বিন্দু লম্বকেন্দ্র
৫.ত্রিভুজের একট কোণের অন্তদ্বিখন্ডক ও অন্য দুই কোণের বহিঃদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তার নাম #বহিঃকেন্দ্র
#শর্ট কাট নিয়ম :
১.সীমান্ত কোন (কোনের সমদিখন্ডক অন্তঃকেন্দ্র)
২.মধ্য ভরি (মধ্যমাত্রয়ের মিলিত বিন্দু ভর কেন্দ্র)
৩.লম্বা পরি ( লম্বদিখন্ডকের মিলিত বিন্দু পরিকেন্দ্র)
৪.শীর্ষ লম্ব (শীর্ষ বাহু থেকে অঙ্কিত লম্বত্রয় লম্বকেন্দ্র)
৫.অন্তর বাহির (অন্ত ও বহিঃখন্ডক বহিঃকেন্দ্র)
বাংলাদেশ নামের যত কিছু
১.লিটল বাংলাদেশ: যুক্তরাষ্ট্রের নিউহ্যাম্পশায়ার স্ট্রীট হতে মেরিপসা এলাকার নাম
২.বাংলাদেশ স্ট্রীট : আইভরি কোস্টের একটি সড়কের নাম
৩.বাংলাদেশ স্কয়ার : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান লাইবেরিয়ায় ‘বাংলাদেশ স্কয়ার “ নির্মিত
৪.বাংলাদেশ ককাস : মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য ১৮জন কংগ্রেস সদস্যদের সংগঠন
৫.রুপসী বাংলাদেশ : সোনারগাঁও এর জাদুঘর এলাকা
৬.মিনি বাংলাদেশে : বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটে অবস্থিত মিনি বাংলাদেশ নামে পরিচিত স্বাধীনতা কমপ্লেক্স।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: Wish এর ব্যবহার:-"