আজকের টিপস চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
BLACK সম্পর্কীয়
১। BLACK CAT- ভারতের কমান্ড বাহিনী।
২। BLACK SHIRT-মুসোলিনীর গেরিলা বাহিনী।
৩। BLACK SEPTEMBER-ফিলিস্তিনির গেরিলা বাহিনী।
৪। BLACK DECEMBER-পাকিস্তানের গেরিলা বাহিনী।
৫। BLACK PANTHER-যুক্তরাষ্ট্রের নিগ্রদের সংগঠন।
৬।BLACK TIGER- দুর্ধষ যোদ্ধাদের কে বলা হ্য়।
৭। BLACK BENGAL- উন্নত জাতের ছাগল।
৮।BLACK DIAMOND-পেলে,সেরেনা উইলিয়্ম।
৯।BLACK GOLD-কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর মধ্যে পাওয়া ‘জিরকন ‘নামক এক ধরনের মূল্যবান পদাথ।
১০।BLACK NIGHT- ১৯৭১ সাল এর ২৫ মার্চ।
রবীন্দ্রনাথের উৎসর্গকৃত কিছু সাহিত্যকর্ম—
১। “বসন্ত” গীতিনাট্যটি উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলামকে
২। “কালের যাত্রা” নাটকটি উৎসর্গ করেছেন শরৎচন্দ্রকে
৩। “চার অধ্যায়” উপন্যাসটি উৎসর্গ করেছেন স্বদেশী কারাবন্দী বিপ্লবীদেরকে
৪। “তাসের দেশ” রূপকনাট্যটি উৎসর্গ করেছেন নেতাজী সুভাষ চন্দ্র বসুকে
৫। “খেয়া” কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে
৬। “পুরবী” কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন ভিক্টোরিয়া ওকাম্পোকে
৭। “বৌঠাকুরানীর হাট” উপন্যাসটি উৎসর্গ করেছেন সৌদামিনী দেবীকে
৮। “ছিন্নপত্রের” পত্রগুলো লেখা হয়েছে ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস : BLACK সম্পর্কীয়"