চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Among এর ব্যবহার
কিছুর মধ্যে( চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে।
যেমনঃ There is a house among the trees.
২।দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে।
যেমনঃ Divided the mangoes among the
three boys.
Before এর ব্যবহার
পূর্বে বুঝাতে before বসে।
যেমনঃ He came before lunch.
সম্মুখে / সামনে বুঝাতে before বসে।
যেমনঃ He stood before me.
তূলনামূলক ভাবে আগে / বিশেষ গুরুত্ব বুঝাতে before বসে।
যেমনঃ He puts his work before everything.
সরলদোলক সম্পর্কে কিছু তথ্য
সরলদোলক কে খনির মধ্যে নেয়া হলে- g এর মান কমে যাবে,দোলনকাল বেড়ে যাবে এবং ঘড়ি ধীরে চলবে
সরলদোলক কে চাঁদে নেয়া হলে-g এর মান কমে কমে যাবে,দোলনকাল বেড়ে যাবে এবং ঘড়ি ধীরে চলবে
সরলদোলক কে পৃথিবীর কেন্দ্রে নেয়া হলে -g এর মান শূন্য হয়, দোলনকাল অসীম এবং ঘড়ি থেমে যাবে
গ্রীষ্মকালে দোলক ঘড়ির দোলনকাল বাড়ে এবং ঘড়ি ধীরে চলবে
শীতকালে দোলক ঘড়ির দোলনকাল কমে এবং ঘড়ি দ্রুত চলবে
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: Among এর ব্যবহার"