চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ১২ টি প্রবন্ধ এর নাম মনে রাখার সহজ shortcut clues:
সূত্রঃ
স্বদেশ ও সাহিত্যে, সাহিত্য ও নীতিতে, সাহিত্যে আর্ট ও দুর্নীতির ফলে, স্বরাজ সাধনায় নারী ও নারীর মূল্য বিনষ্ট হওয়ায় এবং গুরু-শিষ্য সংবাদের স্মৃতিকথায় শিক্ষার বিরোধ ফলে ভবিষ্যৎ বঙ্গ-সাহিত্য অভিনন্দন পাচ্ছেনা না বলে ভারতীয় উচ্চ সঙ্গীতের মত তরুণেরা বিদ্রোহ করছে।
ব্যাখ্যাঃ
স্বদেশ ও সাহিত্য, সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, স্বরাজ সাধনায় নারী, নারীর মূল্য, গুরু-শিষ্য সংবাদ, স্মৃতিকথা, শিক্ষার বিরোধ, ভবিষ্যৎ বঙ্গ-সাহিত্য, অভিনন্দন, ভারতীয় উচ্চ সঙ্গীত, তরুণের বিদ্রোহ
in/inside/outside/into/out of
# কোনকিছুর ভিতরে বুঝাতে in/inside এবং বাইরে বুঝাতে outside বসে।
যেমনঃHe is waiting in/inside the room.
He is waiting outside the room.
# কোন কিছুর ভিতরে প্রবেশ করা বুঝাতে into এবং বের হওয়া বুঝাতে out of বসে।
যেমনঃHe entered into the room.
He came out of the room.
টমেটোর জাত
[অপূর্ব শীলার ঝুমকা, আর সিদুরের লালিমা, শ্রাবণী আর চৈতীকে করেছে অনুপমা; এ যেন মানিক রতনের মিন্টু বাহার]
.
(অপূর্ব, শীলা, ঝুমকা,সিদুর, লালিমা, শ্রাবণী, চৈতী, অনুপমা; মানিক, রতন, মিন্টু, বাহার।)
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ১২ টি প্রবন্ধ এর নাম মনে রাখার সহজ shortcut clues:"