আজকের টিপস চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
মধ্য এশিয়ার দেশগুলার নাম
টেকনিক:- ( তুতা কাকি উস্তান)
তু- তুর্কমেনিস্তান।
তা- তাজিকিস্তান।
কা- কাজাখিস্তান।
কি- কিরগিজস্তান।
উস্তান- উজবেকিস্তান।
Let alone ( ভাবাই যায়না) ‘র ব্যবহার
যদি কোন বাংলা বাক্যে এরূপ অর্থ প্রকাশ করে যে, যে জিনিসটা সাধারণ ও সহজলভ্য সেটিই পাওয়া যায় না আরও কঠিন বা দুর্লভ। তখন তার ইংরেজী করতে Let alone ব্যবহার করতে হয়।
Let alone সাধারণত না বোধক হয়।
গঠনপ্রণালীঃ সাধারণত যে জিনিসটি সহজলভ্য তার ইংরেজী করে let alone বসাতে হবে। তারপর কঠিন বা দুর্লভ জিনিসটির উল্লেখ করতে হয়। ( এই বাক্যে সহজে লভ্য জিনিসটির আগে ever ও বসানো যায়।)
যেমনঃ
মেয়েটি হাটতে পারেনা আরও দৌড়াতে
The girl can not walk let alone runing.
আমরা বাংলাই বুঝিনা আরও ইংরেজী।
We do not understand Bangla let alone English
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস : মধ্য এশিয়ার দেশগুলার নাম"