চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বিখ্যাত সামাজিক নাটক
1. অমৃত লাল বসু — ব্যাপিকা বিদায়
2. আসকার ইবনে শাইখ — প্রচ্ছদপট
3. আনিস চৌধুরী — মানচিত্র ( ১৩৭০ বাং)
4. গিরিশ চন্দ্র ঘোষ — প্রফুল্ল (১৮৮৯)
5. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর — অলীক বাবু
6. তুলসী লাহিড়ী — ছেঁড়া তার, দুঃখীর ইসান
7. দীনবন্ধু মিত্র — নীল দর্পন (১৮৬০)
8. দ্বিজেন্দ্রলাল রায় — পুনর্জন্ম
9. নূরুল মোমেন — নয়াখান্দান
10. বিজন ভট্টাচার্য — নবান্ন
11. মীর মোশারফ হোসেন — জমিদার দর্পন (১৮৭৩)
12. মুনীর চৌধুরী — চিঠি (১৯৬৬), দন্ডকরণ্য(১৯৬৬)
13. রাম নারায়ন তর্করত্ন — কুলিনকুল সর্বস্ব (১৮৫৪)
14. রবীন্দ্র নাথ ঠাকুর — চিরকুমার সভা (১৩০৮বাং)
15. সৈয়দ ওয়ালী উল্লাহ — বহ্নিপীর (১৯৬০)
বিভ্রান্তিকর কিছু বাক্য সংকোচন
সকলের জন্য প্রযোজ্য =সার্বজনীন
সকলের জন্য মঙ্গলজনক =সর্বজনীন
ইন্দ্রকে জয় করেন যিনি=ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেন যিনি=জিতেন্দ্রিয়
ইতিহাস রচনা করেন যিনি=ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি =ইতিহাসবেত্তা
উপকারীর উপকার স্বীকার করে যে=কৃতজ্ঞ
উপকারীর অপকার/অনিষ্ট করে যে =কৃতঘ্ন
যা বলা হয়নি =অনুক্ত।
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি =অব্যক্ত
যা বলা হয়েছে =উক্ত
যা নিবারণ করা কষ্টকর =দুর্নিবার
যা নিবারণ করা যায় না=অনিবার্য
ক্ষমার যোগ্য =ক্ষমার্হ
ক্ষমার অযোগ্য =ক্ষমার্য
একই সময়ে =যুগপৎ
একই সময়ে বর্তমান=সমসাময়িক
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে=অবিমৃষ্যকারী
আর যে ভবিষ্যতের চিন্তা করে না দেখে না =অপরিণামদর্শী।
Pessimistic ( হতাশাবাদী) Novelist Thomas hardy famous Novels
Major Casterbridge এ D’Urverbilles এর crowd এ এক জোড়া নীল চোখ (a pair of blue eyes) দেখে দেশে ফিরে (return of the native) আসলো।
1. the trumpet major
2. the mayor of casterbridge
3. the tess of the d D’Urverbilles
4. for from the madding crowd
5. a pair of blue eyes এটি অবলম্বনে শরৎচন্দ্র গৃহদাহ লেখেন
6. the return of the native.
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: বিখ্যাত সামাজিক নাটক"