🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

আজকের টিপস : বাংলা বাক্যের দোষ বা ভুল সমূহ

আজকের টিপস চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

বাংলা বাক্যের দোষ বা ভুল সমূহ

গুরুচণ্ডালী
১. সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ;
২. সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ;
৩. গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত, শবপোড়া)।

বাহুল্যদোষ
অতিরিক্ত শব্দ বা শব্দাংশ ব্যবহার করলে তা বাহুল্যদোষ বলে বলে গণ্য হবে।
যেমন : সকল মানুষেরা, সব শিক্ষকগণ
দুর্বোধ্যতা:
কঠিন এবং দুর্বোধ্য শব্দ ব্যবহার করা।
উপমার ভুল ব্যবহার:
উপমা বা তুলনার ব্যবহার ভুল হলে।  যেমন: আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হল।  –> বীজ মন্দিরে উপ্ত/বপন হয় না।  তাই এই বাক্যটি হবে: আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হল।

গুরুচণ্ডালী বি.
১. সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ;
২. সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ;
৩. গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। – See more at: http://www.ebangladictionary.org/14485#sthash.azGuBFuQ.dpuf
গুরুচণ্ডালী বি.
১. সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ;
২. সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ;
৩. গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। – See more at: http://www.ebangladictionary.org/14485#sthash.azGuBFuQ.dpuf

বাংলা সাহিত্য-২ এক ঝলক দেখে নিন

২৬. যাযাবার-দৃষ্টিপাত

২৭. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়-লুলু, কংকাবতী, ডমরু-চরিত

২৮. মৈত্রেয়ী দেবী- ন হন্যতে

২৯. অমিয়ভূষণ মজুমদার- মধু সাধুখাঁ, মহিষকুড়ার উপকথা

৩০. লীলা মজুমদার- মেঘের সাড়ি ধরতে নারি, নোটর দল

৩১. আবু ইসহাক- সূর্যদীঘল বাড়ি

৩২. রশীদ করীম-মায়ের কাছে যাচ্ছি

৩৩. শংকর- বিত্তবাসনা, চৌরঙ্গী, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি

৩৪. শিবরাম চক্রবর্তী- ঈশ্বর পৃথিবী ভালোবাসা

৩৫. ফাল্গুনী মুখোপাধ্যায়- শাপ মোচন

৩৬. বনফুল- মৃগয়া

৩৭. সুবোধ ঘোষ- শতকিয়া

৩৮. জ্যোতিরিন্দ্র নন্দী- মীরার দুপুর

৩৯. শামসুদ্দীন আবুল কালাম- কাশবনের কন্যা

৪০. শহীদুল্লা কায়সার- সংশপ্তক

৪১. জহির রায়হান- শেষ বিকালের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে

৪২. গজেন্দ্রকুমার মিত্র- পৌষ ফাগুনের পালা, কলকাতার কাছেই

৪৩. সৈয়দ শামসুল হক- খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান

৪৪. আল মাহমুদ- উপমহাদেশ, পুরুষ সুন্দর

৪৫. আনোয়ার পাশা- রাইফেল রোটি আওরাত

৪৬. দেবেশ রায়- তিস্তাপুরাণ, তিস্তাপারের বৃত্তান্ত

৪৭. সুনীল গঙ্গোপাধ্যায়- প্রথম আলো, সেই সময়, পূর্ব-পশ্চিম

৪৮. শ্যামল গঙ্গোপাধ্যায়- কুবেরের বিষয় আশয়, দারাশিকো

৪৯. সন্দীপন চট্টোপাধ্যায়- কুকুর সম্পর্কে দু একটি কথা যেটি আমি জানি

৫০. সৈয়দ মুস্তাফা সিরাজ- অলীক মানুষ

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "আজকের টিপস : বাংলা বাক্যের দোষ বা ভুল সমূহ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved