চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ
৩২ (২৬:৬) , ৮ (৭: ১) ,১০ ( ৬: ৪)
বাখ্যাঃ
১.মোট পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( ২৬ টি ব্যঞ্জনবর্ণ + ৬ টি স্বরবর্ণ )
২.মোট অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( ৭ টি ব্যঞ্জনবর্ণ + ১ টি স্বরবর্ণ )
৩. ১০ টি মাত্রাহীন ( ৬ টি ব্যঞ্জনবর্ণ + ৪ টি স্বরবর্ণ
Root & Square
কোন ধনাত্মক সংখ্যা যদি ১ থেকে ছোট হয় তবে এর বর্গ করলে সংখ্যাটি আরো ছোট হবে।
আবার ওই সংখ্যাকে বর্গমূল করলে ফলাফল উক্ত সংখ্যা থেকে বড় হবে।
(0.3)2 = .09 which is less then 0.3
sqrt(0.3) = 0.55 which is greater than 0.3
বিজোড় সংখ্যা + জোড় সংখ্যা = বিজোড় সংখ্যা (৩+২=৫)
জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড় সংখ্যা (২+৬ = ৮)
কোন পূর্ণ সংখ্যার সাথে জোড় সংখ্যা গুন করলে ফলাফল সবসময় জোড় সংখ্যা হবে। (৭X ৮= ৫৬)
কোন পূর্ণ সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুন করলে ফলাফল – জোড় কিংবা বিজোড় যেকোন সংখ্যা হতে পারে।
বিজোড় সংখ্যা +X বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা (৭X ১৩ = ৯১)
জোড় সংখ্যার বর্গ সব সময় জোড় সংখ্যা। ৪X ৪ = ১৬
বিজোড় সংখ্যার বর্গ সব সময় বিজোড় সংখ্যা। ১১X ১১ = ১২১
কোন সংখ্যাকে বর্গ করলে তার ফল সবসময় ধনাত্মক হবে। (-3)2=9; 32 = 9
Over এর ব্যবহার
উপর বুঝাতে over বসে।
যেমনঃ There is a bridge over the river.
পারাপার বুঝাতে over বসে।
যেমনঃ They run over the glass.
সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে।
যেমনঃThey have traveled over the world.
বিপরিত পাশ বুঝাতে over বসে।
যেমনঃ They live over the road.
অধিক বুঝাতে over বসে।
যেমনঃ He was in America for over a month.
উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে।
যেমনঃ He has a director over him.
মাধ্যম বুঝাতে over বসে।
যেমনঃ He talked over telephone.
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ"