চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বাংলাদেশের ফোন
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩ এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় June, 2009, Banglalion
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন কোম্পানীর নাম সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
●বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালু হয় ১৯৯২ সালে।
এক নজরে বাংলাদেশী এভারেস্ট জয়ীরা :–
১। মুসা ইব্রাহীম -২৩ মে ২০১০
২। এমএ মুহিত -২১ মে ২০১১ আবার ১৯ মে ২০১২ পরপর দুইবার
৩। নিশাত মজুমদার – ১৯ মে ২০১২
৪। ওয়াসফিয়া নাজরীন – ২৬ মে ২০১২
৫। মো: খালেদ হোসাইন – ২০ মে ২০১৩ এভারেস্ট জয় করেন। সেখান থেকে নামার পথে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬০০ মি উচুতে তার আকস্মিক মৃত্যু হয়।
As if ও as though এর ব্যবহার:-
AS if ও as though এর অর্থ হচ্ছে “যেন”.উভয় শব্দের ব্যবহার একই রকম।
১। as if ও as though এর আগের বাক্যটি যদি Present Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Indefinite Tense হবে।
যেমনঃ He talks as if he (know) everything. এই বাক্যে as if এর আগের বাক্যটা Present Indefinite Tense হয়েছে তাই as if এর পরের বাক্যটি Past Indefinite Tense হবে অর্থাৎ know- verb এর past form অর্থাৎ knew হবে।
২। as if ও as though এর আগের বাক্যটি যদি Past Indefinite Tense হয়, তবে পরের বাক্যটি Past Perfect Tense হবে।
যেমনঃ He talked as though he (know) everything. এই বাক্যে as though এর আগের বাক্যটা Past Indefinite Tense হয়েছে তাই as though এর পরের বাক্যটি হবে Past Perfect Tenseঅর্থাৎ know- verb এর আগে had বসবে এবং ঐ know-verb এর Past Participle form হবে অর্থাৎ had known হবে।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: বাংলাদেশের ফোন"