আজকের টিপস: নিত্য প্রয়োজনীয় শব্দার্থ শিখুন
আজকের টিপস: নিত্য প্রয়োজনীয় শব্দার্থ শিখুন
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
নিত্য প্রয়োজনীয় শব্দার্থ শিখুন
Today – আজ,
One Day Or Other – কোনো না কোনো একদিন,
Day Care – দিবাকালীন তত্ত্বাবধান,
Day Time – দিনের বেলা,
Day Break – প্রভাত,
Tomorrow – আগামীকাল,
Yesterday – গতকাল
Day After Tomorrow – আগামী পরশু,
Day Before Yesterday – গত পরশু,
Only The Other Day – এইতো সেদিন,
The Other Day – সেদিন,
Every Other Day – একদিন পরপর,
Every Third Day – তিনদিন পরপর,
Next To Next Friday – আগামী শুক্রবারের পরের শুক্রবার,
The Very Day – সেই দিনেই,
To This Day – আজ পর্যন্ত ।
আহসান হাবীবের কাব্য মনে রাখার কৌশল:
“আহসান হাবীব ছায়া হরিণের জন্য দুই হাতে দুই আদিম পাথর রেখে সারা দুপুর থেকে রাত্রি পযর্ন্ত বিদীর্ণ দপর্ণে মুখ রেখে আশায় বসতিতে মেঘ বলে চৈত্র যাব নামক প্রেমের কবিতা লিখলেন”
১.ছায়া হরিণ ২. দুই হাতে দুই আদিম পাথর ৩.সারাদুপুর ৪.রাত্রিশেষ ৫.বিদীর্ণ দপর্ণে মুখ ৬.আশায় বসতি ৭. মেঘ বলে চৈত্রে যাবো ৮.প্রেমের কবিতা
সৌর জগতের গ্রহগুলোর নাম
টেকনিক: Work For Education &Touch The SUN
(ছোট থেকে বড় ক্রমিক অনুসারে সাজানো হয়েছে)
W= বুধ,
F= শুক্র,
E= পৃথিবী,
T= মঙ্গল,
T= বৃহস্পতি,
S= শনি,
U= ইউরেনাস,
N= নেপচুন।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: নিত্য প্রয়োজনীয় শব্দার্থ শিখুন"