চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
ঐতিহাসিক স্থান, স্থাপনা-২
১. পানাম নগর যেখানে অবস্থিত- সোনারগাঁয়ে।
২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার- সীতাকোট বিহার।
৩. সীতাকোট বিহার অবস্থিত-দিনাজপুর।
৪. সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল- মূঘল আমলে।
৫. বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন- ঈশা খাঁ।
৬. সোনারগাঁ নামকরণ হয়েছে- ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
৭. সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল- মহাস্থানগড়।
৮. পাঁচ বিবির মাজার অবস্থিত- সোনারগাঁতে।
৯. বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত- সোনারগাঁতে।
১০. সোনারগাঁয়ের পূর্ব নাম
— সুবর্ণ গ্রাম।
১১. ষাট গম্বুজ মসজিদ অবস্থিত- বাগেরহাট।
১২. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন- খান জাহান আলী।
১৩. লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন-যুবরাজ মোহাম্মদ আযম।
১৪. লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন- শায়েস্তা খান।
১৫. লালবাগ কেল্লার আদি নাম-আওরঙ্গবাদ দুর্গ।
১৬. ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়- ১৬১০ সালে।
১৭. বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন- সুবেদার ইসলাম খান।
১৮. তারা মসজিদ কোথায় অবস্থিত- পুরান ঢাকায়।
১৯. বজরা শাহী মসজিদ অবস্থিত-নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
২০. মুজিব নগর অবস্থিত-মেহেরপুর জেলায়।
২১. মহামুনি বিহার কাথায় অবস্থিত-চট্টগ্রামের রাউজানে।
২২. সোমপুর বিহার তৈরী করেন-শ্রী ধর্মপাল দেব।
বঙ্গানুবাদ এর ক্ষেত্রে কাজে লাগতে পারে
Blessed be your tongue-তোমার মুখে ফুলচন্দন ফুটুক।
None of your little games-তোমার কোন চালাকি চলবে না।
So far, so good-কোনরকম।
See you around-দেখা হবে।
Can you call me back later?-আপনি কি আমাকে পরে ফোন করবেন?
Can you carry this for me?-আপনি কি এটা আমার জন্য বইবেন?
Can you do me a favor?-অনুগ্রহ করে সাহায্য করবেন?
Can you fix this?-আপনি এটা ঠিক করতে পারবেন?
Can you give me an example? আপনি কি একটা উদাহরন দিতে পারেন ?
Can you help me?আপনি কি আমাকে সাহায্য করতে পারেন?
Can you hold this for me?অনুগ্রহ করে আমার জন্য এটা ধরে রাখবে?
Can you please say that again?দয়া করবেন এটি আরেকবার বলবেন?
May I use your phone?আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি?
He has gone for for good-সে চিরকালের জন্য চলে গেছে।
You must try to bridle your temper-তোমার রাগ নিয়ন্ত্রন করা উচিৎ।
What are you up to?তুমি কি নিয়ে ব্যস্ত?
Do not harp on the same thing-এককথা বারবার বলনাতো।
How much do I owe you?আমি তোমার কাছে কত টাকা ঋনী?
How much altogether?সব মিলিয়ে কত ?
How much does this cost?এটার দাম কত?
How much does it cost per day? প্রতিদিন কত খরচ হবে?
You are a sceptical-তুমি সন্দেহ প্রবন।
Why are you so up today?তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আজ?
Why you look so down?তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন?
I guess-আমার অনুমান..
I think-আমার মনে হচ্ছে…
I’d(আই উড) say-আমি বলব যে.
I can’t but believe that.-আমি এ কথা বিশ্বাস করি না আবার না করে পারি না যে.
I personally think-ব্যক্তিগতভাবে আমার মনে হয়.
I strongly believe-আমার দৃঢ় বিশ্বাস.
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: ঐতিহাসিক স্থান, স্থাপনা-২"