আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2208
22071. ‘খাতামুন নাবিয়্যিন’ কার উপাধি?
- ইবরাহিম (আ.)-এর
- মুসা (আ.)-এর
- ঈসা (আ.)-এর
- মুহাম্মদ (স.)-এর
22072. “আমিই কুরআন নাজিল করেছি এবং অবশ্যই আমিই এর সংরক্ষক”-এটি কোন সূরায় বর্ণিত হয়েছে?
- আল-বাকারায়
- আম্বিয়ায়
- আল-আরাফে
- আল-হিজরে
22073. আল হিকমা শব্দের অর্থ কী?
- সত্য
- প্রজ্ঞা
- অনুগ্রহ
- নিরাময়
22074. ফেরেশতাগণ কীসের তৈরী?
- আলোর
- নূরের
- মাটির
- আগুনের
22075. মানুষ কেন মন্দকাজ থেকে বিরত থাকে?
- সামাজিক শান্তির জন্য
- আল্লাহর ভয়ে
- শান্তিপ্রিয় বলে
- পরকালের শাস্তির ভয়ে
22076. ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করাকে বলা হয় –
- নিফাক
- কিযব
- যুলম
- কুফর
22077. কারা কুরআনের ভাষা অলংকার, উপমা, ছন্দ ও রচনাশৈলীতে গভীরভাবে মুগ্ধ হয়?
- কবি গোষ্ঠী
- জ্ঞানী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি
- ঐতিহাসিক ও গবেষক
- সাহিত্যিকগণ
22078. কুরআন মজিদে মুনাফিকদের কী বলে আখ্যায়িত করা হয়?
- ধোঁকাবাজ
- মিথ্যাবাদী
- অবিশ্বাসী
- নাফরমানি
22079. ইসলাম কোন জাতির জন্য নিয়ামত?
- আরব জাতির জন্য
- মানবজাতির জন্য
- কুরাইশ জাতির জন্য
- পারস্য জাতির জন্য
22080. আসমানি কিতাবসমূহের মাধ্যমে এসেছে-
- আদেশ-নিষেধ
- বিধি-বিধান
- সতর্কবাণী
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2208"