এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ-2216

 

আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2216

এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ |  22151. ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকে কী বলা হয়?

  1. তাওহীদ
  2. কালিমা
  3. আকাইদ
  4. আকিদা

22152. বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমে মানুষ-

  1. ইসলামে প্রবেশ করে
  2. ইসলামের শিক্ষালাভ করে
  3. দীন পূর্নাঙ্গ করে
  4. ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে

22153. ইমানের সাথে কার ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান?

  1. ইসলামের
  2. মুমিনের
  3. আলিমের
  4. ইমামের

22154. কোন শিক্ষা পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় শিক্ষা দেয়?

  1. ইমান শিক্ষা
  2. আধ্যাত্মিকতা শিক্ষা
  3. পারলৌকিক শিক্ষা
  4. ইসলাম শিক্ষা

22155. সাদিক তার কারখানার মালিককে তার রিযিকদাতা মনে কনেন। এটি যে বিষয়ের শামিল-

  1. শিরক
  2. একাধিক উপাস্যে বিশ্বাস
  3. নিফাক

22156. দুনিয়ার ভালোমন্দের হিসাব দিতে হবে কোথায়?

  1. কবরে
  2. আখিরাতে
  3. মিযানে
  4. জান্নাতে

22157. ইসলাম সম্পর্কে জ্ঞানলাভ হচ্ছে-

  1. সৃষ্টি রহস্যের জ্ঞান
  2. অর্থনৈতিক জ্ঞান
  3. ইসলাম শিক্ষা
  4. পারলৌকিক

22158. ইসলাম কোন যুগের জন্য?

  1. প্রাচীনকালের জন্য
  2. আধুনিককালের জন্য
  3. সর্বকালের জন্য
  4. মুহাম্মদ (স.)-এর ‍যুগের জন্য

22159. আল্লাহর আদেশে নির্ধারিত সময়ে ইসরাফিল (আ.) শিঙায় ফুঁক দেবেন । সে সময়টিকে বলা হয়?

  1. কিয়ামত
  2. আখিরাত
  3. হাশর
  4. মিযান

22160. কার জীবনে মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে?

  1. হযরত মুহাম্মদ (স.)-এর
  2. হযরত আবু বকর (রা.)-এর
  3. হযরত আলী (রা.)-এর
  4. হযরত আবু হানিফা (রা.)-এর

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

 

আমাদের অন্যান্য সেবা:

ডোমেইন হোস্টিং

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline