আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2212
22111. জামিলা মায়ের বাধা উপেক্ষা করে মাজারে গেল এবং নিজের ভবিষ্যত কল্যান কামনায় পীর বাবার দয়া ভিক্ষা চাইল।
- পাপের কাজ
- মায়ের অবাধ্যতার বহি:প্রকাশ
- শিরকের শামিল হওয়া
A,B,C
22112. জামিলার পীর বাবার নিকট দায়া ভিক্ষা চাওয়া ইসলামের দৃষ্টিতে-
- কুফরি
- নিফাকী
- শিরকী
- জঘন্য
22113. মুনাফিকরা অন্তরে দিক থেকে –
- কপট
- মুশরিক
- নাফরমানি
- কাফির
22114. তাকদিরের নিয়ন্ত্রক কে?
- মানুষ
- আল্লাহ
- ফেরেশতা
- কর্ম
22115. আসামানি কিতাবের সংখ্যা কত?
- 100
- 102
- 104
- 106
22116. মানুষ কবর থেকে উঠে কোথায় সমবেত হবে?
- পুলসিরাতের পাড়ে
- হাশরের ময়দানে
- কবর ও বারযাখে
- আরাফের প্রাচীরে
22117. কারা মুসলিমের ন্যায় ইবাদত করে। কিন্তু তারা মুসলমান নয়?
- কাফির
- ফাসিক
- মুনাফিক
- মুশরিক
22118. মানবজীবন কয় ভাগে বিভক্ত?
- দুই ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
- ছয় ভাগে
22119. শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
- তাকওয়া
- ইসলাম
- ইহসান
- ইজতিহাদ
22120. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থায় বিদ্যমান হলো-
- সুষ্ঠু সমাজ
- রাষ্ট্র ও অর্থব্যবস্থাজাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা
- দোলনা থেকে কবর পর্যন্ত যাবতীয় বিষয়ের সমাধান
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2212"