অর্থের-সময়মূল্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1736
17351. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্যে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
- আর্থিক ব্যবস্থাপনা
- অর্থায়ন সুযোগ
- প্রকল্প মূল্যায়ন
- সুযোগ ব্যয়
17352. মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
- m
- n
- 1
- PV
17353. ব্যাংক থেকে ভোগ্যপণ্য ক্রয়ে যে ঋণ নেওয়া হয়, তাকে কী বলে?
- নগদ ঋণ
- ভোক্তা ঋণ
- ব্যবসায়িক ঋণ
- শিল্প ঋণ
17354. মি. রাহাত একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্যে বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে?
- 0.334
- 0.8765
- 0.289
- 0.5869
17355. নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত প্রাপ্তি বা প্রদানকে কী বলে?
- মোট বৃত্তি
- বার্ষিক বৃত্তি
- মোট কিস্তি
- বৃত্তি
17356. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত?
- 2
- 4
- 6
- 12
17357. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত?
- 2
- 4
- 6
- 12
17358. বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন হয় কিসের?
- ভবিষ্যৎ মূল্য
- সুদের হার
- মেয়াদ
A,B,C
17359. কোন মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা যায়?
- বর্তমান মূল্য
- অতীত মূল্য
- বার্ষিক মূল্য
- সাপ্তাহিক মূল্য
17360. বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়-
- সরল রৈখিক পদ্ধতি ব্যবহার করে
- চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যবহার করে
- বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থের-সময়মূল্য - এসএসসি-finance-banking-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1736"