অর্থায়নের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1721
অর্থায়নের উৎস | 17201. অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য হয়-
- একমালিকানা ব্যবসায়
- প্রাইভেট লিমিটেড কোম্পানিতে
- পাবলিক লিমিটেড কোম্পানিতে
B,C
17202. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?
- দুই
- তিন
- চার
- পাঁচ
17203. ‘জসিম ট্রেডার্স’ তাদের কার্য পরিচালনার জন্য একটি কারখানা ক্রয় করতে চায়। ফলে তহবিল সংগ্রহে প্রতিষ্ঠানটি শেয়ার ইস্যু করে। কিন্তু শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য শেয়াহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে হয় । আবার প্রতিষ্ঠানটি নতুন কারখানা ক্রয়ের জন্য সম্পত্তি বন্ধক রাখে।জসিম ট্রেডার্সের সম্পত্তি বন্ধক রাখা কোন ধরনের অর্থায়নের উৎস?
- স্বল্পমেয়াদি
- মধ্যমেয়াদি
- দীর্ঘমেয়াদি
- অভ্যন্তরীণ তহবিল
17204. জসিম ট্রেডার্স শেয়ারহোল্ডারদের যে লভ্যাংশ প্রদান করে তা কী হিসেবে বিবেচিত হবে?
- উৎস খরচ
- যানবাহন খরচ
- ব্যক্তিগত খরচ
- কার্য পরিচালনার খরচ
17205. কোন ব্যাংক সুদের হার নির্ধারণ ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে?
- বাণিজ্যিক ব্যাংক
- কৃষি ব্যাংক
- গ্রামিণ ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক
17206. গ্রাম্য মহাজনরা ঋণের ওপর সুদ গণনা করেন-
- দিন ভিত্তিক
- সপ্তাহ ভিত্তিক
- iমাস ভিত্তিক
A,B,C
17207. মধ্যমেয়াদি অর্থায়নের সর্বোচ্চ সময়কা্ল কত?
- ১ বছর
- ২ বছর
- ৫ বছর
- ১০ বছর
17208. কীসের জন্যে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত?
- স্থায়ী মূলধনের জন্যে
- চলতি মূলধনের জন্যে
- স্থায়ী আয়ের জন্যে
- চলতি আয়ের জন্যে
17209. অস্থাবর সম্পত্তি বলতে-
- বিল্ডিং ফ্যাক্টরি
- কাঁচামাল
- বিক্রয়যোগ্য মালামাল
B,C
17210. কোন উৎসের মাধ্যমে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করা যায়?
- প্রাপ্য বিল
- শেয়ার ইস্যু
- লিজ গ্রহণ
- ডিবেঞ্চার ইস্যু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "অর্থায়নের উৎস এসএসসি finance banking"