“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
কর্ম-অনুশীলন
১। কিশোর বয়সের বৈশিষ্ট্যগুলো লেখ। বহুনির্বাচনি প্রশ্ন ১। কার খুন লেগে সর্য জেগে উঠেছে ?
ক. কিশোরের খ. শহিদের গ. বাঙালির ঘ. মানুষের ২। ‘কুহেলি পোড়ানো মিছিলের হুতাশনে
লাখ অযুতকে ডাক।’ ‘লাখ অযুতকে ডাক’ বলতে বোঝানো হয়েছে –
ক. মুক্তিকামী জনতা খ. মেহনতমিানুষ গ. মিছিলের সহযোদ্ধা ঘ. সাধারণ শ্রমিক
২ক্ত২ মাধ্যমিক বাংলা সাহিত্য
নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেবধুয়ারি আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। ক্ত। উদ্দীপকে ‘অবাক সর্যোদয়’ কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো –
র. পরাধীনতা থেকে মুক্তির আহ্বান II. মᠦѠưুষ্যত্বের অপমানকারীদের ধ্বংস কামনা III. ঐররর্যবদ্ধ হয়ে দৃপ্ত শপথের অঙ্গীকার। নিচের কোনটি সঠিক ?
ক. II খ. ররI গ.রররРও II ঘ. রর ও Iরর ৪ᠦѠưরউদ্দীপকে প্রতিফলিত অনুভব নিচের কোন চরণে ফুটে উঠেছে ?
ক. কিশোর তোমার দুই হাতে দুই
সর্য উঠেছে জেগে খ. কণ্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান যাক পুড়ে যাক আপামর পশু গ. সারা শহরের মুখ
তোমার হাতের দিকে ঘ. হাতের তালুতে আকুল সর্যোদয়
রক্তশোভিত মুখম-লে চমকায় বরাভয়
সৃজনশীল
শব্দভুক পদ্যব্যবসায়ী ভীরু বঙ্গজ পুঙ্গব সব এই মহাকাবে্যর কাননে খোঁজে নতুন বিস্ময়। কলমের সাথে আজ কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে। কবিতায় আর নতুন কী লিখব ? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। ক. কার হাতে অবাক সর্যোদয় ? খ. ‘মনুষ্যত্বের ধিক অপমান’ বলতে কবি কী বুঝিয়েছেন ? গ. উদ্দীপকের প্রতিফলিত দিকের সঙ্গে ‘অবাক সর্যোদয়’ কবিতার সাদৃশ্য কীসে ? ব্যাখ্যা
কর। ঘ. প্রতিফলিত দিকটিই ‘অবাক সর্যোদয়’ কবিতার একমাত্র বিষয়বস্তু নয় – মন্তব্যটির
যথার্থতা নিরপণ কর।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "অবাক সর্যোদয় - কর্ম-অনুশীলন"