“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
পায়ের তলায় নরম ঠেকল কী! আেস্ত একটু চল না ঠাকুর ঝি –
ওমা, এ যে ঝরা-বকুল! নয়? তাইতো বলি, বসে দোরের পাশে, রাত্তিরে কাল- মধুমদির বাসে
আকাশ-পাতাল- কতই মনে হয়। জৈ্যষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই – আমের গায়ে বরণ দেখা যায়? – অনেক দেরি? কেমন করে হবে! কোকিল-ডাকা শুনেছি সেই কবে,
দখিন হাওয়া – বন্ধ কবে ভাই; দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে – শ্যাওলা-পিছল – এমনি শঙ্কা লাগে,
পা-পিছলিয়ে তলিয়ে যদি যাই! মন্দ নেহাত হয় না কিন্তু তায় – অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়!
দুঃখ নাইকো সতি্য কথা শোন, অন্ধ গেলে কী আর হবে বোন?
বাঁচবি তোরা – দাদা তো তোর আগে? এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে –
দেখবি তখন – প্রবাস কেমন লাগে? ‘চোখ গেল’ ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কী করবে ভাই তারা-
জন্ম লাগি গিয়েছে যার চোখ! কাঁদার সুখ যে বারণ তাহার – ছাই!
মাধ্যমিক বাংলা সাহিত্য ১৮৯
কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই,
কতক তবু কমত যে তার শোক। ‘চোখ গেল- তা-ư ভরসা তবু আছে- চক্ষুহীনার কী কথা কার কাছে! টানিস কেন? কিসের তাড়াতাড়ি- সেই তো ফিরে যাব আবার বাড়ি,
একলা-থাকা- সেই তো গৃহকোণ- তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে-
দরদন্ডভরা দুখের আলাপন; পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলায় খানিক মনের ব্যথা যত!
শব্দার্থ ও
টীকা : ঠাকুরঝি – ননদ, স্বামীর বোন, শ্বশুরকন্যা; মধুমদির বাসে – মধুর গন্ধে মোহময়; আকাশ- পাতাল – নানা বিষয়, নানান ভাবনা-অনুভাবনা অর্থে ব্যবহৃত; জৈ্যষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই …. – একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অনুভবের অসাধারণ এক জগৎ আলোচ্য অংশে ব্যক্ত হয়েছে। প্রকৃতির বিচিত্র রঙের ধারণা ও অনুভবে এই অন্ধবধ সমৃদ্ধ। সেই জ্ঞান ও অনুভব থেকে সে জেনে নিতে চায় ঋতুর বিবর্তন; অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাক – অন্ধবধ অনুভবঋদ্ধ মানুষ। আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ। কিন্তু সে অন্ধ। এই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। দীঘির ঘাটে যখন শেওলা পড়া পিছল সিঁড়ি জাগে তখন সে পিছল খেয়ে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে। আর এও অনুভব করতে যে, ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত। কিন্তু কবিতাটির চেতনা থেকে মনে হয়, অন্ধবধ নৈরাশ্যবাদী মানুষ নয়। জীবনের প্রতি তার গভীর মমত্ববোধ আছে; চোখ গেল – পাখি বিশেষ। এই পাখির ডাক ‘চোখ গেল’ শব্দের মতো মনে হয়; কাঁদার সুখ – মানুষ দুঃখে কাঁদে, শোকে কাঁদে। কিন্তু কান্নার মধ্য দিয়ে তার দুঃখ-শোকের লাঘব ঘটে। তাই কান্নার মধ্যেও সুখ অনুভব করা যায়।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "অন্ধবধ"