ইশিখন.কম ব্লগ

৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

===বাংলা সাহিত্য
চর্যাপদের মোট প্রবাদ বাক্য ছয়টি:

1.আপণা মাংসে হরিণা বৈরী ।
2.হাতের কাঙ্কন মা লোউ দাপন ।
3.হাড়ীত ভাত নাহি নিতি আবেশী ।
4.দুহিল দুধু কি বেন্টে সামাই ।
5.বর সুণ গোহালী কি মো দুড বলদে ।
6.আণ চাহন্তে আণ বিণঠা

==
বাংলা সাহিত্যের ছন্দ নিয়ে যত সব ***

===
১/ বাংলা ছন্দ প্রধানত = তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
২/ বাংলা সাহিত্যের প্রথম সনেট রচনা করেন= মাইকেল মধুসুদন দত্ত।
৩/ মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট = বঙ্গভাষা।
৪. সনেটের প্রবর্তক = ইটালীর কবি পেত্রার্ক।
৫/ ধ্বনির প্রধান ছন্দ বলা হয = মাত্রাবৃত্ত ছন্দকে।
৬/ ছন্দের যাদুকর কাকে বলা হয়= সত্যেন্দ্রনাথ দত্ত।
৭/ স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক করেন = সত্যেন্দ্রনাথ দত্ত।
৮/ ছান্দসিক কবি বলা হয় = কবি আব্দুল কাদিরকে।
৯/ পয়ার ছন্দে থাকে = অন্তমিল।
১০/ লৌকিক ছন্দ কাকে বলে = স্বরবৃত্ত ছন্দকে।
১১/ গৈরিশ ছন্দের প্রবর্তন করেন = গিরিশচন্দ্র।
১২/ গদ্য ছন্দের প্রবর্তন করেন = সত্যেন্দ্রনাথ দত্ত।
১৩/ তানপ্রধান ছন্দ বলে = অক্ষরবৃত্ত ছন্দকে।
১৪/ মুক্তক ছন্দের প্রবর্তন করেন = কাজী নজরুল ইসলাম
১৫/ সমিল মুক্তক ছন্দের প্রবর্তন করেন = রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিখ্যাত সাহিত্যিকদের প্রথম গ্রন্থ::

✒রবীন্দ্রনাথ ঠাকুর:-
::প্রথম কাব্য গ্রন্থ-কবি কাহিনী
::প্রথম ছোট গল্প-ভিখারিণী
::প্রথম কবিতা-হিন্দু মেলার উপহার
✒কাজী নজরুল ইসলাম:-
::প্রথম কাব্য গ্রন্থ-অগ্নিবীণা
::প্রথম উপন্যাস-বাধনহারা
::প্রথম কবিতা-মুক্তি
::প্রথম নাটক-ঝিলিমিলি
✒মাইকেল মধুসূদন দত্ত:-
::প্রথম কাব্যগ্রন্থ-তিলোত্তমা সম্ভব
::প্রথম নাটক-শর্মিষ্ঠা
::প্রথম ইংরেজী রচনা-Captive Lady
✒আবুল ফজল:-
::প্রথম গল্প-মাটির পৃথিবী
::প্রথম নাটক-আলোক লতা
::প্রথম উপন্যাস-চৌচির
✒বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:-
::প্রথম সামাজিক উপন্যাস-বিষবৃক্ষ
::প্রথম বাংলা উপন্যাস-দুর্গেশনন্দিনী
::প্রথম ইংরেজী উপন্যাস-Rajmohons
Wife
✒আলাউদ্দিন আল আজাদ:-
::প্রথম কাব্যগ্রন্থ-মানচিত্র
::প্রথম গল্প-জেগে আছি
::প্রথম উপন্যাস-তেইশ নম্বর তৈলচিত্র
✒জীবনানন্দ দাস:-
::প্রথম কাব্যগ্রন্থ-ঝরা পালক
✒জসীম উদ্দীন:-
::প্রথম কাব্যগ্রন্থ-রাখালী
✒হুমায়ুন আহমেদ:-
::প্রথম উপন্যাস-নন্দিত নরকে
✒শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:-
::প্রথম গল্প-মন্দির

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য সমাস

বাংলা ভাষা ও সাহিত্য এক কথায় প্রকাশ

বাংলা ভাষা ও সাহিত্য পংক্তি ও উদ্ধৃতি

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline