ইশিখন.কম ব্লগ

৪০ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি-

বিষয়ঃ[বাংলা ভাষা ও সাহিত্য]
——–_———_——–
১. চর্যাপদ মূলত কি?
উঃ গানের সংকলন
২. ‘গোঁফ খেজুরে’ -এই বাগধারাটির অর্থ
কি?
উঃ নিতান্ত অলস
৩.’জনৈক বঙ্গমহিলা’ ছদ্মনামে কোন
সাহিত্যিক সাহিত্যচর্চা করেছেন?
উঃ কবি কামিনী রায়
৪. ‘সংস্কৃত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ
কোনটি?
উঃ সম্ + কৃত
৫. কোন কবি ব্যবসায় অর্থ বিনিয়োগ
করে কর্মজীবন শুরু করেছিলেন?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত
৬. বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’
কে?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত
৭. ‘বটতলার উপন্যাস’ এর লেখক কে?
উঃ রাজিয়া খান
৮. ‘শিখা’ পত্রিকা কোন সংগঠনের
সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ মুসলিম সাহিত্য সমাজ
৯. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন
রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র
বসুকে উত্সর্গ করেন?
উঃ তাসের দেশ
১০. ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটির
লেখক কে?
উঃ আবু জাফর শামসুদ্দিন
১১.’Uncle Tom’s Cabin’-এর
সাথে তুলনা করা হয় কোন নাটকের?
উঃ নীলদর্পণ (১৮৬০)
১২. একটি আদর্শ বাক্যে কয়টি গুণ
থাকা আবশ্যক?
উঃ ৩টি
১৩. কোন
কবি নিজেকে বাঙালি বলে পরিচয়
দিয়েছেন?
উঃ ভুসুকুপা
১৪. ড. মুহম্মদ শহীদুল্লাহর
মতে বাংলা সাহিত্যের আদি কবি কে?
উঃ শবরপা
১৫. বাঙালিদের প্রচেষ্টায় সর্বপ্রথম
প্রকাশিত পত্রিকা ‘বাঙাল গেজেট’ এর
সম্পাদক কে?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য
১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’
কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উঃ চিত্রা
১৭. সনেট রচনার ক্ষেত্রে মাইকেলের
আদর্শ ছিলেন কে?
উঃ পেত্রার্ক
১৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক
কে ছিলেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
উঃ প্রাতিপদিক
২০.’বাঙ্গালীর ইতিহাস‘ বইটির লেখক
কে?
উঃ নীহারজ্ঞন রায়
২১. গ্রীক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায়
অনুবাদ করেন কে?
উঃ সৈয়দ আলী আহসান
২২. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক
কোনটি?
উঃ ভদ্রার্জুন
২৩. ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?
উঃ চারুচন্দ্র চক্রবর্তী
২৪. আরাকান রাজসভার কবিদের
মধ্যে শ্রেষ্ঠ কবি কে?
উঃ আলাওল
২৫. বাংলাদেশে প্রথম কোথায়
ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উঃ রংপুরে (১৮৪৭ সালে)

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য উপসর্গ

বাংলা ভাষা ও সাহিত্য সমোচ্চারিত শব্দ

বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীন যুগ ও চর্যাপদ

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline