ইশিখন.কম ব্লগ

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা প্রস্তুতি


বাংলা সাহিত্যের ছন্দ:

—————
বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার যথা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।

তাছাড়া মনে রাখবেনঃ

———
পয়ার ছন্দে- অন্ত্যমিল থাকে।
অমিত্রাক্ষর- অন্ত্যমিল নেই।
স্বরবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ বলে।
মাত্রাবৃত্ত ছন্দকে ধ্বনির প্রধান ছন্দ বলা হয়।
অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলে।
ছড়া- স্বরবৃত্ত ছন্দে রচিত হয়।

ছন্দের প্রবর্তকঃ


অমিত্রাক্ষর-মাইকেল মধুসূদন দত্ত
স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক করেন-সত্যেন্দ্রনাথ দত্ত।
গদ্য ছন্দের প্রবর্তন করেন-সত্যেন্দ্রনাথ দত্ত।
মুক্তক ছন্দের প্রবর্তন করেন-কাজী নজরুল ইসলাম
সমিল মুক্তক ছন্দের প্রবর্তন করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

———–
কবি উপাধিঃ
—————
ছন্দের যাদুকর বলা হয় == সত্যেন্দ্রনাথ দত্তকে।
ছান্দসিক কবি বলা হয় == কবি আব্দুল কাদিরকে।

অমিত্রাক্ষর ছন্দে রচিত:

————-
১। তিলোত্তমাসম্ভব কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
২। মেঘনাদবধ কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
৩। পদ্মাবতী(দ্বিতীয় অঙ্ক)- মাইকেল মধুসূদন দত্ত
৪। বীরাঙ্গনা কাব্য- মাইকেল মধুসূদন দত্ত

অক্ষরবৃত্ত ছন্দে রচিত:

———–
১। বঙ্গভাষা- মাইকেল মধুসূদন দত্ত
২। তাহারেই পড়ে মনে- সুফিয়া কামাল
৩। একটি ফটোগ্রাফ(মুক্ত অক্ষরবৃত্ত)- শামসুর রহমান
৪। বাংলাদেশ- অমিয় চক্রবর্তী

মাত্রাবৃত্ত ছন্দে রচিত:

———
১। চর্যাপদ- হরপ্রসাদ শাস্ত্রী(আবিষ্কারক)
২। আঠারো বছর বয়স- সুকান্ত ভট্টাচার্য
৩। সোনার তরী- রবীন্দ্রনাথ ঠাকুর
৪। পাঞ্জেরী- ফররুখ আহমদ
৫। জীবন বন্দনা- কাজী নজরুল ইসলাম
৬। কবর- জসীমউদ্দিন

স্বরবৃত্তে ছন্দে রচিত:

———
১। বাংলা আমার- কায়কোবাদ

মিত্রাক্ষর ছন্দে রচিত:
১। ব্রজাঙ্গনা কাব্য- মাইকেল মধুসূদন দত্ত

মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয় ছন্দে রচিত:
১। চতুর্দশপদী কবিতাবলী- মাইকেল মধুসূদন দত্ত

গদ্যছন্দে রচিত:
১। আমার পূর্ব বাংলা- সৈয়দ আলী আহসান

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য – পত্রিকা ও সাময়িকী

বাংলা ভাষা ও সাহিত্য – আধুনিক যুগ

বাংলা ভাষা ও সাহিত্য – পত্র লিখন

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline