৩৭ তম প্রিলি এই কয়দিন যা বেশি বেশি পড়তে হবে

 

“বাংলা :- সাহিত্য :- বঙ্কিমচন্দ্র, মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, ওয়ালীউল্লাহ্, মানিক, শওকত ওসমান, সেলিনা হোসেন, রাবেয়া খাতুন, সুফিয়া কামাল।
ব্যাকরণ :- ধ্বনি পরিবর্তন, উপসর্গ, সন্ধি, শব্দসম্ভার, বানানশুদ্ধি, সমাস, পদ পরিবর্তন।
ইংরেজী :-
সাহিত্য :- শেক্সপিয়ার, বার্নাড শ, ওয়ার্ডসওয়ার্থ, কলারিজ, শেলী, কিটস্, ব্রাউনিং , টমাস হার্ডি।
গ্রামার :- ইউজ অব রাইট ফর্ম অব ভার্ব, সাব-ভার্ব-এগ্রিমেন্ট, প্রিপোজিশন, গ্রপ ভার্ব।
গণিত :- সেট, ধারা, অসমতা (মডুলাস), সূচক, লগারিধম, সমীকরণ, ফাংশন, পৌনঃপুনিক সরল, বিন্যাস, সম্ভাবতা।
মেন্টাল এবিলিটি :- ২৯ তম বিসিএস থেকে ৩৬ তম বিসিএস পর্যন্ত রিটেনে আসা মেন্টাল এবিলিটি গুলো বারবার সল্ব কর
কম্পিউটার / বিজ্ঞান /ভূগোল :- এযাবত পরীক্ষায় আসা সকল কম্পিউটার ভিত্তিক কোশ্চেন এবং পিএসসি পরীক্ষায় আসা সকল বিজ্ঞান ভিত্তিক কোশ্চেন বারবার পড়ুন। এখান থেকেই ৮০% কমন পড়বে।
বাংলাদেশ :- মুক্তিযুদ্ধ, ১৯৪৭-৭১, স্থাপনা, প্রত্নতাত্ত্বিক স্থান, উল্লেখযোগ্য স্থান, চুক্তি, ১৯৯৬-২০০১… এবং ২০০৯- ২০১৬… উল্লেখযোগ্য চুক্তি/ কর্মকান্ড।
আন্তর্জাতিক : জাতিসংঘ ও এর সংঘটন এর প্রতিষ্টা, বাংলাদেশের সদস্যপদ, এশিয়ার দেশগুলোর রাজধানী ও মূদ্রা, (উল্লেখযোগ্য আন্তর্জাতিক চুক্তি, তারিখ, অন্তর্ভুক্ত রাষ্ট্র, মেয়াদ), NATO, WTO,EU, NAM., D8, BIMSTEC, APEK, OPEC, OIC,CIRDAP এর প্রতিষ্টা, সদস্যসংখ্যা, সদরদফতর, গ্ররুত্বপূর্ণ প্রণালি, লাইন, সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা, গেরিলা সংগঠন।
সুশাসন :- মোজাম্মেল হকের পৌরনীতি বই ৩ বার পড়ুন।
এখান থেকেই ৭৫%-৮৫% কোশ্চেন হবে।
মূল্যবোধ :- যেটা নিজের নেই,সেই বিষয়ে বলি কিভাবে,,?? 😛
বিশেষ বিশেষ দ্রষ্টব্য :- ডেইলি ন্যূনতম ৫ টি- ১০ টি কোশ্চেন সল্ব করবিসিএস প্রিলি এর ১,০০০ টি ফ্রি মডেল টেস্ট পাবেন ইশিখন.কম সাইটের এর মডেল টেস্ট সেকশনে।
সাথে আছে প্রতিটি বিভাগের আলাদা আলাদা মডেল টেস্ট দেওয়ারও সুযোগ।
শেষ সময়ে মডেল টেস্টগুলো দিয়ে নিজেদের যাচাই করে ভুল সংশোধন করে নিতে পারেন। ../bcs-pre/

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline