২৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি

২৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি

দেশের ৯৫টির মধ্যে ২৩টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধক্ষ্য না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসব বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয় তা খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসিকে) খোঁজ নিতে বলেছেন তিনি।

মঙ্গলবার বঙ্গভবনে ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে সাক্ষাতের সময় বিশ্ববিদ্যলয়গুলোর আচার্য আবদুল হামিদ এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

বঙ্গভবনের কেবিনেট হলে ওই সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন  সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধক্ষ্য না থাকায় রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ-খবর নিতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে নির্দেশনা দিয়েছেন।’

এর আগে গত ১ ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করেন আবদুল হামিদ। ওই বৈঠকে রাষ্ট্রপতি পাবলিক বিশ্বদ্যিালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপতি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও শিক্ষার্থী ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে পড়ছে। এরফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান নষ্ট হচ্ছে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোকে এ বিষয়ে তদারকি করার জন্য কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।’

আবদুল হামিদ সাক্ষাতের সময় বলেন, শিক্ষার মান যেকোন মূল্যে বজায় রাখতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। একই সাথে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের মনিটরিং করতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, “শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পাস করার পর যাতে সেই স্বপ্ন ভেঙে না যায়- সেদিকে নজর দিতে হবে।”  আবদুল হামিদ মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতে আধুনিক গবেষণাগার ও গ্রন্থাগার স্থাপনের আহ্বানও জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ শিক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত কর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline