১৩ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার নোটিশ সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের হার্ড কপি জমাদান
প্রসঙ্গে অনেকেই জানার জন্য বার বার
প্রশ্ন করতেছেন।
তাদের জন্য।
:: প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ
প্রার্থীদের SMS-এর মাধ্যমে হার্ড
কপি পাঠানোর তারিখ ও সময়
জানানো হবে।
:: নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে
নিন্মের ঠিকানায় হার্ড কপি ডাক
অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে
হবে।
:: খামের ওপর ‘ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন
পরীক্ষার আবেদনপত্র’ লিখতে হবে।
প্রাপক,
জিপিও বক্স নম্বর-১০৩,
ঢাকা-১০০০
প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
:: ডাউনলোডকৃত আবেদন কপি।
:: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।স্নাতক
(পাস বা সম্মান) পর্যায়ের নম্বরপত্র।
:: নাগরিকত্ব সনদ।
:: জাতীয় পরিচয়পত্র।
:: প্রশিক্ষণপ্রাপ্তদের প্রশিক্ষণ সনদ।
:: সহকারী শিক্ষক পদে
আবেদনকারীদের অনলাইনে আবেদনের
সময় উল্লিখিত ঐচ্ছিক বিষয়ের সপক্ষে
প্রমাণ হিসেবে স্নাতক পর্যায়ের
প্রবেশপত্র।
লিখিত পরীক্ষার পদ্ধতিঃ
যাচাই-বাছাই শেষে যোগ্য
প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ
নিতে পারবে । আবেদনের সময়
প্রার্থীর নির্বাচিত ঐচ্ছিক বিষয়ে
১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সময় ৩
ঘণ্টা। লিখিত পরীক্ষায়ও পাস নম্বর ৪০।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার
সিলেবাস পাওয়া যাবে
ওয়েবসাইটে।
লিখিত পরীক্ষার সময়সূচীঃ
স্কুল ও স্কুল ২ : ১২-০৮-২০১৬ (শুক্রবার) সময়ঃ
সকাল ০৯ টা – দুপুর ১২ টা।
কলেজঃ ১৩-০৮-২০১৬ (শনিবার) সময়ঃ
সকাল ০৯ টা – দুপুর ১২ টা।
লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহঃ
খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর,
চট্রগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ
মৌখিক পরীক্ষার পদ্ধতিঃ
নম্বরের ভিত্তিতে মেধাতালিকা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা
মৌখিক পরীক্ষায় অংশ নিতে
পারবেন। মৌখিক পরীক্ষার জন্য
নির্বাচিত প্রার্থীদের SMSের
মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে।
নির্ধারিত তারিখে সঙ্গে আনতে
হবে প্রয়োজনীয় কাগজপত্র। লিখিত ও
মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের
ভিত্তিতে তৈরি করা হবে উপজেলা,
জেলা ও জাতীয় মেধাতালিকা।

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline