স্বাধীন-বাংলাদেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 203
2021. ১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
- তাজউদ্দিন আহমদ
- সৈয়দ নজরুল ইসলাম
- এ এইচ এম কামরুজ্জামান
- এম মনসুর আলী
2022. কোনটিকে বাংলাদেশের মূল সংবিধান বলা হয়?
- ১৯৭২ সালের সংবিধানকে
- ১৯৭৩ সালের সংবিধানকে
- ১৯৭৮ সালের সংবিধানকে
- ১৯৮২ সালের সংবিধানকে
2023. ১৯৭১ সালে যুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী ছিল –
- ২ সেক্টরের অধীনে
- কে ফোর্সের অধীনে
- স্থানীয় স্বতন্ত্র বাহিনী
2024. মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিববাহিনী গঠিত হয়েছিল –
- সাধারণ জনগণ নিয়ে
- ছাত্রছাত্রীদের নিয়ে
- পেশাজীবীদের নিয়ে
2025. মুজিবনগর কোথায়?
- তালতলা মেহেরপুর
- বৈদ্যনাথতলা মেহেরপুর
- খিজিরপুর মেহেরপুর
- পোড়াদহ মেহেরপুর
2026. জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করবে, কেননা –
- তাঁরা আমাদের সূর্যসন্তান
- মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে তাঁরা যুদ্ধ করেছেন
- দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান সবচেয়ে বেশি
A,B,C
2027. মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে ছিলেন?
- সৈয়দ নজরুল ইসলাম
- তাজউদ্দিন আহমদ
- এ এইচ এম কামরুজ্জামান
- এম. মনসুর আলী
2028. কততম জাতীয় সংসদে প্রথমবারের মতো জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করা হয়েছিল?
- ২য় সংসদ
- ৫ম সংসদ
- ৭ম সংসদ
- ৮ম সংসদ
2029. মুক্তিযুদ্ধের সময়ে খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের জন্য কোন নেতা অর্থ সংস্থানের দায়িত্বে নিয়োজিত ছিলেন?
- তাজউদ্দিন আহমদ
- মওলানা ভাসানী
- এ এইচ এম কামরুজ্জামান
- এম মনসুর আলী
2030. ২৫ মার্চ ১৯৭১-এ পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ এর পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ব্যক্তিরা হলো –
- টিক্কা খান
- রাও ফরমান আলী
- জুলফিকার আলী ভুট্টো
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীন-বাংলাদেশ - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 203"