
সাধারণ-বিজ্ঞান – বিজ্ঞান – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2
11. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
- কৃত্রিম সার প্রয়োগ
- পানি সেচ
- মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
- প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
12. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
- পরিপাক
- খাদ্য গ্রহণ
- শ্বসন
- রক্ত সংবহন
13. গাড়ির ব্যাটারীতে কোন এসিড ব্যবহৃত হয়?
- নাইট্রিক
- সালফিউরিক
- হাইড্রোক্লোরিক
- পারক্লোরিড
14. কোনটি এন্টিবায়োটিক?
- ইনসুলিন
- পেনিসিলিন
- পেপসিন
- ইথিলিন
15. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
- সূর্যরশ্মি
- পীট কয়লা
- পেট্রোল
- প্রাকৃতিক গ্যাস
16. MKS পদ্ধতিতে ভরের একক –
- কিলোগ্রাম
- পাউন্ড
- গ্রাম
- আউন্স
17. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
- তামা
- স্বর্ণ
- ইস্পাত
- পিতল
18. কোনটি মৌলিক পদার্থ?
- লোহা
- ব্রোঞ্জ
- পানি
- ইস্পাত
19. স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান –
- দস্তা
- তামা
- ক্রোমিয়াম
- এলুমিনিয়াম
20. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
- তামা
- দস্তা
- রূপা
- এলুমিনিয়াম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।