সাধারণ-জ্ঞান – ভর্তি-পরীক্ষা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 4
সাধারণ-জ্ঞান মডেল টেস্ট অনুশীলন- 4 | 31. রাগবি খেলায় এক দলে কত জন খেলোয়াড় থাকে?
- 11
- 15
- 13
- 12
32. স্থায়ী সালিসি আদালত কোন দেশে অবস্থিত?
- ফ্রান্স
- নেদারল্যান্ড
- সুইজারল্যান্ড
- বাংলাদেশ
33. শাতিল আরব কে কেন্দ্র করে ইরাক-ইরানের মধ্যকার সাক্ষরিত চুক্তি কোনটি?
- আলজিয়ার্স
- সল্ট- ১
- সল্ট- ২
- সল্ট- ৩
34. চীন ও ভিয়েতনামের মধ্যেকার বিরোধপূর্ণ দ্বীপ টির নাম কি?
- কুড়িল দ্বীপ
- দিয়াগো গার্সেয়া
- স্প্রাটলি দ্বীপ
- মার্শাল দ্বীপ
35. জেনেভা কনভেনশন কি?
- বাণিজ্য সম্মেলন
- উন্নয়ন বিধি
- যুদ্ধবন্দী দের প্রতি আচরণ
- যুদ্ধবন্দী দের প্রতি আচরণ
36. আন্তর্জাতিক নদী দানিয়ুবের উৎপত্তি স্থল কোথায়?
- ব্লাক ফরেস্ট
- প্রশান্ত মহাসাগর
- কৃষ্ণ সাগর
- উত্তর সাগর
37. কোন সুলতানের আমলে ইবনে বতুতা ভারতে আসেন?
- মুহাম্মাদ বিন তুঘলক
- ইলতুতমিশ
- গিয়াসউদ্দীন
- মানসিংহ
38. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
- গ্রেইরী
- মিন্দানাও
- কুড়িল
- গ্রীনল্যান্ড
39. জাতিসংঘর ৭ম মহাসচিব কে?
- কফি আনান
- বান কি মুন
- উথান্ট
- ট্রাগভেলী
40. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
- ৩ টি
- ১টি
- ৪ টি
- ২ টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।